শ্রমণ দে : এ যেন এক স্বপ্নের সন্ধানে নেমে পড়া পথিকের একটার পর একটা বাস্তবায়নের স্বাদ ! তরুণ তুর্কি সম্বলিত এক ভারতীয় দলের কাছে “হোম অফ ক্রিকেট”-এ হার মানল ইংরেজরা।
সিরাজের ক্রস সিম ডেলিভারিটা পিচে পড়বার সাথে-সাথেই তীরবেগে স্পর্শ করল জেমস অ্যান্ডারসনের পিছনে থাকা অফস্ট্যাম্প ! হতাশ প্রবীণের সামনে আনন্দে মাতোয়ারা এক হায়দ্রাবাদী তরুণ যে কিছু মাস আগে সয়েছে নিজের বাবার মৃত্যু।
শেষ দিনে লর্ডস টেস্টে অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত
বুমরার স্লোয়ার বলে ওলি রবিনসনের এলবিডব্লিউ, জস বাটলারের কট বিহাইন্ড, সব ছাপিয়ে গেল অ্যান্ডারসনের ক্লিন বোল্ড হবার মুহুর্ত।
এখনও শেষ হয়নি সিরিজ। লিডস, দ্য ওভাল, ম্যাঞ্চেস্টারে হয়তো রচিত হবে নতুন কোনো মহাকাব্য। হয়তো খেলার বাজিও ঘুরে যেতে পারে ভিসিটিং টিম থেকে কান্ট্রিমেনদের দিকে।
২০২৮ অলিম্পিকসে আই.সি.সি. এর প্রস্তুতি
কিন্তু খেলায় জয় মানেই জয় ! সে এক রানেই হোক বা ৮.১ ওভার বাকি থাকতে ১৫১ রানের হোক। কে এল রাহুল, রোহিত শর্মা, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পুজারাদের আরও লড়াই বাকি ইংরেজদের বিরুদ্ধে তাদেরই মাটিতে। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের আগুনে বোলিংয়ে আবারও দগ্ধ হতে হবে জো রুটদের।