ঈশিতা সাহা: আফগানিস্তানের পরিস্থিতি এখনোও সংকটজনক। কাবুল দখলের পর জঙ্গিদের হামলা শুধু আফগানিদের নয় অন্যান্য দেশ গুলোতেও ভীত সৃষ্টি করেছে। এমন অবস্থায় নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে তৎপর প্রত্যেকটি দেশ।
রবিবার কাবুল থেকে বায়ুসেনার বিমানে ভারতে ফিরেছেন মোট ১৬৮ জন নাগরিক। যাদের মধ্যে ১০৭ জন হলেন ভারতীয়। বাকিরা প্রাণ ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। তবে কাবুল ফেরতদের বিমানবন্দরেই পোলিও টিকা দিচ্ছে ভারত। এদিনের টিকাকরণ কর্মসূচির কথা টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, ভারত পোলিও থেকে মুক্তির পথ খুঁজে বার করলেও প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তান এখনো এই মহামারীর সাথে লড়াই করে উঠতে পারেনি। টুইটারের মাধ্যমে তিনি লিখেছেন, "পোলিও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসাবে আফগানিস্তান থেকে আসা মানুষজনকে বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা নিয়েছি। জনসাস্থ সুরক্ষিত করার প্রচেষ্টার জন্য স্বাস্থ্যকর্মীদের দলকে অভিনন্দন।"
কাবুল দখলের পর আফগানিস্তানের শিকড় একেবারে উজরে দিয়েছে তালিবানরা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। রবিবার ১০৭ জন ভারতীয়কে দেশে ফেরানো সম্ভব হয়েছে। পাশাপাশি তাজিকিস্তানের রাজধানী দুশানব থেকেও ৮৭ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।