শেষ দিনে লর্ডস টেস্টে অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত

India-are-getting-an-advantage-in-the-Lords-Test-on-the-last-day

শ্রমণ দে : চতুর্থ দিন রাহানে-পুজারার ১০০ রানের পার্টনারশিপের পর ব‍্যাটিং-এ ধস নামে ভারতের। একসময় ২০০ রানের কমেই সাতটি উইকেটের পতন হয় পঞ্চম দিনের শুরুতে, কিন্তু বিদেশের মাটিতে আরও একবার বুক চিতিয়ে লড়াইয়ে ফিরল বোলাররা– সঙ্গে বলের সঙ্গে কাঠের “লকড়ি” টাও প্রতীয়মান। মহম্মদ শামির ৫৬ রান এবং জসপ্রীত বুমরার মূল্যবান ৩৪ ভারতকে ২৯৮ রানে পৌঁছে দেয়। তারপর অধিনায়ক কোহলি ইনিংস ডিক্লারেশনের সিদ্ধান্ত নিলে ব‍্যাট হাতে নামেন দুই ইংরেজ ওপেনার– ররি বার্নস ও ডম সিবলি।

চেয়ারম্যানের পর এবার বনগাঁ শহর তৃণমূল সভাপতি পদ থেকে সরানো হল শংকর আঢ্য কে

কিন্তু ক্রমাগত উইকেট পতন ইংল্যান্ডের মজবুত ব‍্যাটিং লাইন আপকে ধ্বসিয়ে ফেলেছে। শুরু থেকেই মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মার আঁটোসাটো বোলিং ইংল্যান্ডকে আপাতত নিয়ে গেছে ৭ টি উইকেট খুইয়ে ৯৭ রানে।

পিছিয়ে পড়া শিশুদের পাশে এসে দাঁড়ালো বনগাঁর পড়ুয়ারা

আজকের টেস্টে ভারতের জয় হলে ১-০ তে সিরিজে এগিয়ে থাকার চেয়েও বড়ো প্রাপ্তি হবে ঐতিহাসিক লর্ডসে ভারতের তৃতীয় টেস্ট উইন। আর এমতাবস্থায় ড্র হলে ০-০ অবস্থাতেই আবার তৃতীয় টেস্টের জন্য লিডসে নামবে কোহলির তরুণ ভারত।

Post a Comment

Previous Post Next Post