রিয়া গিরি: করোনার ১৮-৪৫ বছরের নাগরিকদের ভ্যাকসিনের পর এবার ছাড়পত্র পেল ১২ বছরের উর্ধ্বতীর ভ্যাকসিন। বিশ্বে প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইকোভ ডি ব্যবহারের ছাড়পত্র দিল ওষুধ নির্ণয়ক সংস্থা বা ডিসিজি এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। জাইডাস ক্যাডিলা সংস্থার সুচহীন টিকাটি একান্তই ভারতের নিজের। এটি সম্পূর্ণভাবে ভারতের তৈরি দ্বিতীয় ভ্যাকসিন।
কাগজ কুড়ানী বৃদ্ধার মুখে অনর্গল ইংরেজি শুনে বিস্মিত নেটিজেনরা! মুহূর্তে ভাইরাল ভিডিও...
ডেল্টা ভেরিয়েন্ট এর বিরুদ্ধেও এটি সমান কার্যকরী হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু সাবালক নয় ১২ বছরের উর্ধ্বে যে কারোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। জাইকোভ ডি ভ্যাকসিন মোট তিন ডোজের। এ নিয়ে মোট ছয়টি ভ্যাকসিনের অনুমোদন দিল মোদি সরকার। সেগুলি হল কোভি সিল্ড, কো ভ্যাকসিন, স্পুটনিক ভি, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসন।
এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...
জৈবপ্রযুক্তি দপ্তর এবং আইসিএমআর এর সহযোগিতায় আমেদাবাদের ভ্যাকসিন টেকনোলজি সেন্টারে জায়কভডি তৈরি করা হয়েছে। ২ থেকে ৮ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় টিকার ডোজ রাখতে হবে যা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। পৃথিবীর প্রথম 'প্লাস মিড ডিএনএ ' টিকা হিসেবে ছাড়পত্র পাওয়ায় নজির গড়েছে জাইকোভ বি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনজেকশনের ছুঁচ ফুটিয়ে এই প্রয়োগ করা সম্ভব। ত্বক ও পেশীর মধ্যবর্তী স্থানে বিশেষ পদ্ধতিতে যা প্রবেশ করানো হয়।