মাত্র ২০ দিনে দু'দশকের সরকার পতন ঘটিয়ে ফের আফগানিস্তানে তালিবানি শাসন

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

ঈশিতা সাহা : তালিবানি ঘিরে এখন গোটা আফগান। দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে বর্তমানে ২৬ টি তালিবানের  নিয়ন্ত্রণে চলে গেছে। রাস্তাঘাট সুনসান, চারিদিকে শুধু তালিবানদের টহলদারি। মৃত্যুভয় নিয়ে কেউ আর আফগানিস্থানে থাকতে চাইছেন না। শিক্ষা, চাকরি, নাগরিক অধিকার থেকে বঞ্চিত আফগান মহিলারা। পুরুষ সঙ্গী ও বোরখা  ছাড়া মহিলাদের রাস্তায় বেরোনো ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত করেছে তালিবান।

চেয়ারম্যানের পর এবার বনগাঁ শহর তৃণমূল সভাপতি পদ থেকে সরানো হল শংকর আঢ্য কে

এদিকে তালিবানের সংঘ নিয়েছে পাক-চীন ইরান। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সুর বদল করেছে এ দেশ গুলি। পাক প্রধানমন্ত্রী ইমরান খান শুরু থেকেই তালিবানের পাশে থাকার কথা সরাসরি ঘোষণা করেছেন। অন্যদিকে তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গরে নিজের অবস্থান স্পষ্ট করেছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, "তালিবানরা চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলায় আগ্রহী। বারবার সে ইচ্ছা প্রকাশ করছে তারা। আফগানিস্তানের পুনর্গঠনে তারা চীনকে পাশে পেতে চায়। সেই ভাবনা কে স্বাগত। আফগান নাগরিকদের স্বাধীনভাবে ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। চিন সেই অধিকার কে সম্মান করে। চীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।"

১২ টি সোনার বিস্কুট সহ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার পাচারকারী

আফগানিস্থানে মাত্র কুড়ি দিনের মধ্যে দু'দশকের সরকারের পতন ঘটিয়ে কাবুল এখন তালিবানের অধীনে। এদিকে আশরফ ঘানির রাজত্ব শেষ হয়েছে। নতুনভাবে আফগানিস্তানের শাসন ক্ষমতা গ্রহণ করেছেন তালিবান কমান্ডার মোল্লা আবদুল গনি বেরাদর। যদিও ইতিমধ্যে ঘানি দেশ ছেড়ে পালিয়েছে। এক বিবৃতিতে তালিবানরা দাবি করেছে, "কাবুলের পরিস্থিতি শান্ত। বেশিরভাগ বাসিন্দা বাড়িতে রয়েছেন। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আমাদের স্বপ্ন সফল হয়েছে। দেশ এখন স্বাধীন। আমরা কাউকে আমাদের মাটি ব্যবহার করতে দেব না। কারো ক্ষতি করব না।"

দেখুন ভাইরাল ভিডিও : ক্যাব ড্রাইভারকে মারধর করার অপরাধে লক্ষনউ এর এক মহিলার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ

এদিকে আফগানিস্তানে ঘানি সরকারের পতনে বেশ খুশি পাক- ইরান। 'দাসত্বের শিকল ভেঙেছে' বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য। কূটনৈতিক মহলের দাবি, তালিবানের মত পাকিস্তানও ঘানি সরকারের পতনে তৎপর ছিল। আর সেজন্যেই ২৪ ঘন্টার মধ্যে  লড়াই জোরদার করতে ইসলামাবাদ সরাসরি তালিবানদের পাশে দাঁড়ালো। সমানতালে তাল মিলিয়েছে চীন। প্রথমে বেজিং বলেছিল, তালিবান-সরকার গড়লে তারা স্বীকৃতি দেবে না। কিন্তু পরবর্তীতে কথার ভিত্তি পাল্টে যায়। ইতিমধ্যে শি জিনপিংয়ের  দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

প্লাস্টিক কাপ প্লেট থেকে শুরু করে চামচের উপর নিষেধাজ্ঞা কেন্দ্রের

সূত্রের খবর, রবিবার রাতেই কাবুল ছাড়েন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সোমবার হাজির হয়েছেন ওমানে। সেখান থেকে দ্রুত আমেরিকায় গিয়ে আশ্রয় নেবেন বলে জানা গিয়েছে।

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again

In-just-20-days-the-two-decade-old-government-was-overthrown-and-the-Taliban-ruled-Afghanistan-again


Post a Comment

Previous Post Next Post