ফিরহাদ হাকিম জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছরের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কম। তবে এই বিষয় নজর রাখা হবে, পরবর্তীকালে যাতে এই সংখ্যা আর বাড়তে না দেওয়া যায়। আক্রান্তের সংখ্যা শূন্যে নিয়ে আসাই লক্ষ্য হবে আমাদের।
এছাড়াও কলেরা হয় জলের থেকেই তাই কোথাও যদি জমা দূষিত জল থাকে সেক্ষেত্রে এই প্রকোপ বাড়তে পারে। এ বিষয় জল বিভাগের বিশেষজ্ঞদের সাথে কথা বলা হয়েছে। জমা জলের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেলেই পুরসভা পদক্ষেপ নেবেন।
কলকাতা পুরসভা সূত্রে খবর, এক টানা বৃষ্টিপাত হওয়াই এই রোগের কারণ। বদ্ধ বাড়ি, বাড়ির ছাদ, ফ্রিজের ট্রে, গাড়ির টায়ার একাধিক জায়গায় জল জমে থাকছে। পুরসভা বাড়ি গিয়ে গিয়ে সচেতনতার কাজ করছেন।
Tags:
স্বাস্থ্য