সোমনাথ দাস, বনগাঁ : বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে এমনই অভিযোগ তুলে পৌর প্রশাসক দ্বারস্থ হন গ্রামবাসীরা। এরপর পৌর প্রশাসকের হস্তক্ষেপে পুকুর মালিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লী এলাকায়। জানা গিয়েছে, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পৌর প্রশাসকের লিখিত অভিযোগ পেয়েই পুকুর মালিক স্বপন দাস কে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ ।
বনগাঁর শিমুলতলায় বোমা ফেটে আহত এক
এলাকার সাধারণ মানুষের দাবি, ওই এলাকার বৃষ্টির জল ওই পুকুরে যায় । পুকুর ভরাট হলে এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙ্গে পড়বে এবং অনুমতি না নিয়েই পুকুর ভরাটের কাজ চলছিল । আগামীতে যাতে পুকুর ভরাট না হয় তার আবেদনও জানিয়েছেন তারা। এই বিষয়ে স্থানীয় বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন্দু বিকাশ বৈরাগী জানিয়েছে, এটা একটি শতাব্দী প্রাচীন পুকুর পৌরসভা ব্যবস্থা নিয়েছে আমরা সাধুবাদ জানাই।
ছটি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
এবিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন ঠাকুর পল্লী এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট চলছিল সাধারণ মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মত আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাই। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বনগাঁ পৌর এলাকার বাসিন্দাদের কাছে এই দিয়ে আমরা একটা বার্তা দিতে চাইছি যাতে বেআইনিভাবে কেউ পুকুর ভরাট না করে।