সার্বভৌম সমাচার ঃ রুটিন তল্লাশি সময় ৮,৫০,০০০ রিয়াল উদ্ধার উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তের বিএসএফ জওয়ানরা। এরপর খালি ট্রাকসহ ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে পেট্রাপোল পুলিসের হাতে তুলে দেয় জওয়ানরা। বিএসএফ-এর ১৭৯ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার আইসিপি পেট্রাপোল ধীরেন্দ্র সান্যাল জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই রিয়াল ভারতীয় টাকার পরিমানে প্রায় ১,৬৮,৩৮,৫০০ টাকা।
জানেন কী : দেবকে শৈশবে মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছিল !
জানা গিয়েছে, ধৃত ট্রাকের চালক বাকীবিল্লা সাহাজী পেট্রাপোলের বাসিন্দা এবং ট্রাকের হেল্পার সাহিন হোসেন মণ্ডলের বাড়ি জয়ন্তীপুরে। তারা বাংলাদেশ থেকে ট্রাক খালি করে ভারতে ফেরার সময় ট্রাকে লুকিয়ে অবৈধ ভাবে ওই মুদ্রা নিয়ে ফিরছিল। বিএসএফ ধৃত ড্রাইভার ও খালাশিকে পেট্রাপোল থানার হতে তুলে দেয়। আজ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পেট্রাপোল থানার পুলিশ।