রিয়া গিরি : বিজেপি থেকে তৃণমূলে যোগদান এর পর কিছুদিন রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকলেও, এখন আর দেখা যাচ্ছে না মুকুল রায়কে। তার মাঝে মুকুল রায়ের বিজেপির হয়ে দাঁড়ানোর মন্তব্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ২১ শে জুলাই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা গেছিল মুকুল রায়কে। নিজের বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তরে বলেছিলেন, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও। পরে অবশ্য মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান, স্ত্রী মারা যাওয়ার পর থেকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকার কারণেই তিনি এমন মন্তব্য করেছেন।
স্কুল খুলছে যোগী রাজ্যে, রাজস্থানে; কিভাবে চলবে অফলাইন ক্লাস?
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, তৃণমূলের ফল ভালো হবে ত্রিপুরায়। এমনকি, ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর বিজেপির আক্রমণের নিন্দা করেন মুকুল এবং ঘটনাকে অরাজনৈতিক বলে ব্যাখ্যা করেন। কথার মাঝেই উপ নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি 'বিজেপির হয়ে দাঁড়াবো' মন্তব্যটি করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ালে কি হবে তা তিনি বলতে পারবেন না বলেও জানান। তিনি এখনো পর্যন্ত সরকারিভাবে বিজেপির বিধায়ক হিসেবে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান, পরে পদত্যাগ করে আবার উপ নির্বাচনে দাঁড়াবেন বলেও এদিন জানালেন মুকুল।
রক্ত জমাট বাঁধে কোভিশিল্ডে, দাবি ব্রিটেনের গবেষকদের
মুকুল রায়ের বক্তব্যে কোনো রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে কিনা, তা নিয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ শারীরিক ও মানসিক অবস্থার কারণ দেখিয়ে প্রশ্নের সমাধান করেছেন। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, মুকুল রায়কে বেশ কিছুদিন মিডিয়ার সামনে থেকে দূরে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দল। অন্যদিকে এখনো পর্যন্ত বিরোধীদলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।