ঈশিতা সাহা : একবারই ১৯০০ সালে অলিম্পিকসের আসরে ক্রিকেট আয়োজিত হয়েছিল। খেলে ছিল মাত্র দুটি দেশ, গ্রেট ব্রিটেন ও আয়োজক ফ্রান্স। তারপর থেকে 'দ্যা গ্রেটেস্ট শো অন দা আর্থ' - এর সভা থেকে বিরত থেকেছে ক্রিকেট। তবে এবারে টোকিও অলিম্পিক শেষ হওয়ার পরেই ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য বিড করা হবে বলে জানিয়ে দিলো আইসিসি।
জল ঢালতে গিয়ে মাঝপথেই ছাত্রীর মৃত্যু, আহত ১৫
আইসিসির এই চূড়ান্ত উদ্যোগে ৯০ শতাংশ সমর্থন জানিয়েছে ক্রিকেটপ্রেমীরা। সূত্রে খবর, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেট চালু করার জন্য আইওসি-র কাছে আবেদন করতে পারে আইসিসি। অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্তির উদ্যোগ আগেও নিয়েছিল আইসিসি। তবে এবারে সেই উদ্যোগ জোরালো হয়েছে বিবিসিআই -এর সমর্থনে। অবশ্য বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী কিংবা সবচেয়ে ধনী বোর্ডের সচিব জয় শাহ শুরু থেকেই অলিম্পিকসের ইভেন্টে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার পক্ষের পরিষ্কার মতামত দিয়েছেন।
দেশে করোনায় দৈনিক মৃত্যু ৫০০ ছুঁইছুঁই
আইসিসি চেয়ারম্যান গ্রেক বার্কলে বিবৃতিতে জানিয়েছেন, "আমরা ঐক্যবদ্ধ। ক্রিকেটের ভবিষ্যৎ এর একটা অংশ হিসাবে দেখতে চাই অলিম্পিকসকে। গোটা বিশ্বে আমাদের সমর্থক ১০০ কোটিরও বেশি। তাদের মধ্যে ৯০ শতাংশ চায় অলিম্পিকসে অন্তর্ভুক্ত হোক ক্রিকেট।"