সার্বভৌম সমাচার : আফগান সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, কাবুল বিমানবন্দর থেকে ১৫০জনকে অপহরন করেছে তালিবান। এর মধ্যে বেশিরভাগই ভারতীয়। তবে এই অপহরণের অভিযোগকে অস্বীকার করেছে তালিবান।
অপহৃতদের মধ্যে আছে শিখ আফগানরাও। তালিবানের দিকে এই অপবাদ গেলে তারা তা অস্বীকার করে ও জানায়, তারা কাউকেই অপহরণ করেনি, বরং সেই ১৫০ জন মানুষদের বিমানবন্দরের অন্যত্র জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।
লক্ষীর ভান্ডার এর টাকা আসবে কোথা থেকে, চিন্তায় আধিকারিকরা
আফগানিস্তান থেকে এখনও সকল ভারতীয় ফিরে আসতে পারেননি। সেই দেশের নানা প্রান্তে এখনও আছেন ভারতীয়রা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দ্রুত ফেরাতে চাইলেও আফগানিস্তানে থাকা অধিকাংশ ভারতীয়ই দূতাবাসে নিজেদের নাম লেখাচ্ছেনা।
তালিবানের পক্ষ থেকে একাধিকবার নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও তা নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনো দৃশ্য মিলছেনা।