সার্বভৌম সমাচার : মানবিকতার পরিচয় দিলেন বনগাঁর এক টোটো চালক। ব্যাগ ভর্তি টাকা পেয়েও মালিকের হাতে ফিরিয়ে দিলেন টোটো চালক সমীর ঘোষ।
এবছরেও মাধ্যমিক সিলেবাসের ৩০-৩৫ % বোঝা কমিয়ে দিল পর্ষদ
জানা গিয়েছে, রাত ন'টার সময় বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায় থেকে কিছু লোক টোটোতে ওঠেন এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বনগাঁ স্টেশনের কাছে তারা নেমে যান এবং ভুল করে ফেলে যান ব্যাগ ভর্তি টাকা। কিছুক্ষণ পর ওই ব্যাগটি নজরে আসে টোটো চালকের। তিনি দেখেন ওই ব্যাগে আছে নগদ কুড়ি হাজার টাকা।
আবারও লক্ষাধিক টিকার যোগান পেল বাংলা
এরপর ওই টোটো চালক তৎক্ষণাৎ ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন এবং থানায় জানাতে বলেন। ইতিমধ্যে খোয়া যাওয়া টাকার ব্যাগের মালিক বনগাঁ থানায় জানান। ব্যাগ ফেরত দিয়ে খুশি টোটো চালক সমীর ঘোষ। অন্যদিকে হারিয়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ ফিরে পেয়ে খুশি ব্যাগের মালিক গোপাল সেন ও তার পরিবার ৷