রিয়া গিরি : সম্প্রতি প্লাস্টিক সামগ্রীর উৎপাদন-বিক্রি এবং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার ' সিঙ্গেল ইউজ' সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। বেড়ে চলা প্লাস্টিক দূষণ প্রতিরোধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ বরাবরই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবার সেই পরিপ্রেক্ষিতেই বড় পদক্ষেপ কেন্দ্রের।
সংশোধিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০২১ তে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের ঘনত্ব ৫০ মাইক্রোন থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রোন করতে হবে।২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে সেটা ১২০ মাইক্রোন করতে হবে। নিষেধাজ্ঞার আওতায় আসা সামগ্রীর মধ্যে প্লাস্টিকের কাপ, প্লেট, প্যাকিং এর বাক্স সিগারেটে প্যাকেটের পাশাপাশি রয়েছে এয়ার বাড ও বেলুনের সঙ্গে থাকা প্লাস্টিকের কাঠি। তাছাড়াও জলের বোতল, আইসক্রিম ও ললিপপ এর কাঠি, পিভিসি ব্যানার। নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী গুলি ব্যবহার করলে, মোটা অংকের টাকা জরিমানা এমনকি জেল ও হতে পারে।
স্কুল খুলছে যোগী রাজ্যে, রাজস্থানে; কিভাবে চলবে অফলাইন ক্লাস?
রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম চত্বর ও রেললাইন চত্বর থেকে প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করার জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। এই দলের সংখ্যা চার হাজারের বেশি হতে পারে। তাদের কাজ হবে সারা দেশের রেল লাইন চত্বর, বিশেষ করে শহর অঞ্চল থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল যোগ্য প্লাস্টিক আলাদা করা। প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে খুব শীঘ্রই বিজ্ঞাপন চালু করবে কেন্দ্র। যদিও জরিমানার থেকেও প্লাস্টিক ব্যবহার তো করতেই বেশি আগ্রহী কেন্দ্র।