আফগানিস্তানে আটকে গোপালনগরের চারজন; উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

সার্বভৌম সমাচার, বনগাঁ : আফগানিস্তানে বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়েছে বহু ভারতীয়। তারমধ্যে গোপালন থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের চার জন রয়েছে। তাদের মধ্যে জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকারের বাড়ি রাম শংকরপুর এবং প্রবীর সরকারের বাড়ি রঘুনাথপুর।

পিজিতে অপারেশনে বাদ গেল শিশুর লেজ

পরিবারের লোকেরা জানিয়েছেন, তারা হোটেলের কাজে কাবুলে গিয়েছিল। দিন কয়েক আগে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান জঙ্গিরা। তারপর থেকেই উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাদের পরিবার৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছেও বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

ভক্তের চাহিদায় আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা

খবর পেয়ে এদিন সন্ধ্যায় ওই ব্যক্তিদের বাড়িতে যান গোপালনগর থানার পুলিশ আধিকারিক চিন্তামণি নস্কর ও পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান ণিশিত বালা। নিশীথ বালা বলেন" কাবুলে ভারতীয় বিমান পাওয়া যাচ্ছে না বলে ওরা আটকে আছে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের কাছে গ্রামের ছেলেদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি।

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family

Four-people-from-Gopalnagar-are-stranded-in-Afghanistan-Anxious-family


Post a Comment

Previous Post Next Post