ঈশিতা সাহা: জার্মানি রাজপথে পিৎজা ডেলিভারি করে সংসার চালাচ্ছেন ব্যাক্তি পূর্বে পেশায় কি ছিলেন! শুনে অবাক হবেন, তিনি হলেন আফগানিস্তানের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ শাহদাত।
জানেন কী : ফ্রিজে কতদিন খাবার রাখা স্বাস্থ্য সম্মত !
কিছুদিন আগেই তালিবান দখলের পর আফগানিস্তানের রাষ্ট্রমন্ত্রী আশরাফ গনি নিজ রাজত্ব ছেড়ে আরব আমিরশাহতে ঠাই নিয়েছেন। এছাড়াও অনেক নেতারা পলাতক এর পথটি বেছে নিয়েছেন। এরকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রাক্তন মন্ত্রীর পিৎজা ডেলিভারি ছবি। রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তান দখলের পর তিনি জার্মানিতে গিয়ে এই কাজে যুক্ত হয়েছেন।
Afghan minister now delivering pizza in #Germany
— EHA News (@eha_news) August 22, 2021
▪️#Afghanistan's former communications minister Sayed Ahmad Shah Saadat is now a driver for the Lieferando delivery service in Leipzig. pic.twitter.com/4SpQPHGrZm
যদিও সৈয়দ আহমেদ শাহ তালিবানের আফগান দখলের সময় মন্ত্রী পদে ছিলেন না। দুই বছর আগেই তিনি পদত্যাগ করেছেন। তারপরই তাকে জার্মানিতে লিপজাইগ শহরের রাজপথে বাইসাইকেল করে পিজ্জা ডেলিভারি করতে দেখা গেছে। ইতিমধ্যে টুইটারে তার ছবি ভাইরাল হয়েছে।
মানবিক : ব্যাগ ভর্তি টাকা পেয়ে মালিকের হাতে ফিরিয়ে দিলেন টোটো চালক
অবশ্য ভাইরাল ছবিটি নিয়ে প্রাক্তন মন্ত্রীর কোনও বয়ান প্রকাশ্যে আসেনি।