ঈশিতা সাহা: চলতি সপ্তাহে ব্যাপক ঝড় বৃষ্টি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপচে পড়ছে গঙ্গার জল। প্রায় রেললাইন ছুঁইছুঁই অবস্থা। সেই আতঙ্কেই বাতিল করা হলো মালদা ডিভিশন তেরোটি ট্রেন চলাচল। বদলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি চলতি ট্রেনের রুট।
গঙ্গা ও ফুলহার নদীর প্রবল জলোচ্ছাসে শুধু ট্রেন চলাচল এই নয়, মালদার নিত্যদিনের পরিস্থিতিতে গুরুতর প্রভাব ফেলেছে। মালদা ডিভিশনের ডিআরএম জিতেন্দ্র কুমার জানিয়েছেন, মালদা জেলার উপর দিয়ে চলাচল করে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। জলোচ্ছ্বাসের কারনে মালদা থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ থেকে ভাগলপুর ও ভাগলপুর থেকে জামাল রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। মালদা থেকে সরাসরি দিল্লি যাওয়ার ট্রেন গুলি কে রুট পরিবর্তন করে কাঠিহার ,পাটনা হয়ে যেতে হচ্ছে।
হাসিমুখেই সব খবর শোনান 'কাগজ দিদি' সুচিত্রা
এদিকে স্থলভাগ জলমগ্ন। ফুলহার জল বৃদ্ধির ফলে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট এলাকায় প্রায় ২০০ বিঘা জমির ফসল জলের তলায়। আগামী দিনে ঝড় বৃষ্টির প্রকোপ আরো ভয়ঙ্কর হতে পারে, সেই নিয়ে চিন্তিত এলাকাবাসী। এদিকে মালদা জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার দেওয়া শুরু হয়েছে। তবে চলতি পরিস্থিতিতে এই ক্ষতি চাষীদের সমস্যায় ফেলতে পারে বলে অনুমান।