সার্বভৌম সমাচার : বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করেছে; এই অভিযোগে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। রবিবার ভোরে গ্রেফতার করা হয় সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, তানিয়া পোদ্দার, মনোরঞ্জন দেবনাথ, শিবতনু সাহা, আশিসলাল সিং, রণবীর ভৌমিক, মেহেদি হাসান, স্বপন মিঁয়া, অমল ভৌমিক, সুমন মিঁয়া, সুরজিৎ সূত্রধর এবং দেব সরকারকে।
বনগাঁর শিমুলতলায় বোমা ফেটে আহত এক
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আন্ডার সেকশন ১৮৮ এবং ১৮৯৭-এর মহামারি আইনের তিনটি ধারায় মামলা রুজু করা হয় এবং আটক ১৪ জনকেই প্রথমে খোয়াই ধলাবিলের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এরপর রবিবার ভোরে তাঁদেরকে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায় ও তৃণমূল নেতাদের কোর্টে পেশ করে পুলিশ।
বেআইনিভাবে পুকুর ভরাট; পৌর প্রশাসকের অভিযোগে গ্রেফতার পুকুর মালিক
গ্রেফতার হওয়া তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোয়াই থানায় পৌঁছে ভিতরে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা।
বিশেষ রচনা : দাস প্রথা বিবর্তনের অন্যতম ধারা
খোয়াই থানার ভিতরে পুলিশ আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের তীব্র বাদানুবাদ। থানার বাইরে বিক্ষোভে বিজেপি কর্মীরা। কার্যত চ্যালেঞ্জের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'লিখে রাখুন ১৭ মাস পর ত্রিপুরা থেকে বিজেপি সরকার যাচ্ছে।' তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গ্রেফতারির পর তৃণমূল নেতা-কর্মীদের সারারাত খেতে দেওয়া হয়নি। এমনকি তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।
বনগাঁয় পোস্টমাস্টার সহ পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ
এদিন কুণাল ঘোষ অভিযোগ করেন, "আমাদের ছেলে- মেয়েরা কেউ এই পথে আসতে চায়নি। পুলিস নিয়ে এসে মার খাইয়েছে। ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। বিজেপি দলে দলে দাঁড়িয়ে রয়েছে, অথচ তাঁদের নামে মামলা করা হচ্ছে না। নির্লজ্জ পুলিশ। আমরা কোনও কাজে বাধা দিইনি। আইনি পথে লড়াই হবে।"
অন্যদিকে, দোলা সেন অভিযোগ করেন, "সংসদেও এর বিরুদ্ধে সরব হবে তৃণমূল।"
ত্রিপুরায় 'খেলতে' যাবেন অনুব্রত-মদনরা? আপাতত ১২ দিনের প্রচার সারবেন জোড়া ফুলের যুব টিম
খোয়াই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে তেলিয়ামোরা থানার যে মূল মামলাটি ছিল তা থেকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহারা। এরপর আম্বাসা থানার তরফে আরও একটি মামলা যুক্ত করার জন্য আপিল করা হলে, তা খারিজ করে দেন বিচারপতি।
ঘর ভাঙছে বাম- কংগ্রেসের; ত্রিপুরায় প্রধান বিরোধীর আসনের লক্ষ্যে তৃণমূল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'মিশন ত্রিপুরা'-এর সময়ে 'গো ব্যাক' স্লোগান, গাড়িতে লাঠির বাড়ি, পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। হামলা করা হয় তৃণমূলের যুব নেতৃত্বের উপর; গুরুতর ভাবে যখম হয় সুদীপ- দেবাংশু-জয়া-রা । মামলা করা হয় একাধিক ধারাতেও।
টোকিও অলিম্পিকে সোনার ছেলের সোনা জয়
এবার প্রশ্ন উঠছে এই পরিপ্রেক্ষিতে কি এবার ত্রিপুরায় পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও ত্রিপুরা তৃণমূলের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বরের শুরুতে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ত্রিপুরা তৃণমূলের বক্তব্য শেষ পর্যন্ত তা না হলে সেপ্টেম্বরের শেষে আগরতলার আস্তাবল মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী ও বামেরা।