সার্বভৌম সমাচার : সাপের কামড়ে মৃত রোগীর সাতদিন প্রাণ সুপ্ত থাকে, সাপের দেবী আরাধ্যা মা মনসার আদেশে বাঁচাতে পারে ভক্ত ওঝা। স্বামীর বিশ্বাস স্ত্রীকে বাঁচাতে পারবে মায়ের ভক্ত । কুসংস্কারে আচ্ছন্ন উত্তর ২৪ পরগনার বাগদার সাগরপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে এই নিয়ে।
মানবিক : ব্যাগ ভর্তি টাকা পেয়েও মালিকের হাতে ফিরিয়ে দিলেন বনগাঁর টোটো চালক
বৃহস্পতিবার দুপুরে এক মহিলাকে বিষধর সাপে কাটে পরবর্তীতে বাগদা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়। সাথেই মৃত আয়না দাসের দেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে পার্শ্ববর্তী দেয়ালদহ গ্রামের মনসা মায়ের এক ভক্ত আয়না দাসের বাড়িতে এসে জানান তাকে মা স্বপ্নাদেশ দিয়েছে আয়না দাসের মৃতদেহ মর্গ থেকে ফিরিয়ে নিয়ে এলে তিনি বাঁচিয়ে দিতে পারবেন। এই খবর ছাড়াতেই বাড়িতে ভিড় জমাতে থাকে এলাকার সাধারণ মানুষ । মর্গ থেকে আয়না দাসের মৃতদেহ ময়না তদন্ত না করে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করে পরিবার।
বিয়ের দাবিতে সিভিক পুলিশের বাড়ির সামনে ধর্নায় মহিলা সিভিক
শুক্রবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মায়ের ভক্ত নামে পরিচিত ওঝা ভোলা সরদার দাবি করেন মা তাকে স্বপ্নাদেশ দিয়েছে, আয়না দাসের মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসলে তিনি বাঁচিয়ে দিতে পারবেন। আয়না দাসের প্রাণ এখনো জীবিত আছে। তিনি আরো দাবি করেন সাপে কাটা মৃতদেহের সাতদিন প্রাণ থাকে। ওঝা ভোলা সরদারের এই দাবি মৃতার স্বামী নিমাই দাস বিশ্বাস করেন। তিনি জানান সর্প দেবী মা মনসা যখন আদেশ দিয়েছেন হয়তো বা উনি বাঁচিয়ে দিতে পারবেন । তবে যদিও তাতে কোনো লাভ হয়নি বলে জানা গেছে। বাগদার সাধারণ নাগরিকদের দাবি কুসংস্কারাচ্ছন্ন গ্রাম এটি। বিজ্ঞানের যুগে অসম্ভব। আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এর বিরুদ্ধে।