টানা বৃষ্টির জেরে, নৌকা করে বিয়ে করতে গেলেন বর

Due-to-the-continuous-rain-the-groom-went-to-get-married-by-boat


রিয়া গিরি, হুগলি : বিয়ের দিনক্ষণ আগেই ঠিক হয়ে গেছিল। তখন কেউই জানতো না  বৃষ্টির জেরে জল থইথই অবস্থা হবে গোটা রাজ্যে। এমন পরিস্থিতিতে বিয়ের দিন নৌকা চেপে বিয়ে করতে গেলেন যুবক এবং বউ নিয়ে নৌকা করে ফিরলেন। এই ঘটনার সাক্ষী রইল হুগলির খানাকুল।ঘটনাটি ঘটেছে হুগলী জেলার খানাকুল হিরাপুর এর বাসিন্দা আমরুল হকের সাথে।

নতুন সেতু নির্মাণের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীর

পেশায় কলকাতার বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। শেখ মনিরুল এর কন্যার সাথে  বর্ষার দিনে বিয়ে করে ফেলল আমিরুল।আগেও করোনার কারণে পিছিয়ে গিয়েছিল বিয়ে, কিন্তু এবার বৃষ্টির বাধা না মেনে নৌকা চেপে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলেন আমিরুল। কোনরকম আড়ম্ভর ছাড়াই সমাপ্ত হল বিয়ে। ছেলের পরিবারের সদস্যরা কোনোক্রমে খাওয়া-দাওয়া ও বিয়ে সেরে বউ নিয়ে বাড়িতে ফিরলো নৌকা চেপে।

দুই পরিবারের ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে করার। কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। ঘরোয়া পদ্ধতিতে বিয়ে সম্পন্ন করল দুই পরিবার। যদিও প্রথমে, বর্ষার কারণে দুশ্চিন্তায় থাকে দুই পরিবার।  পরে সিদ্ধান্ত নেয় নৌকো চেপেই বিয়ে করতে যাবে তারা। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হল খানাকুল বাসী।



Post a Comment

Previous Post Next Post