রিয়া গিরি : ইয়ারফোন বা হেডফোন ছাড়া অনেকেই নিজের জীবন কল্পনা করতে পারেন না। কাজের ফাঁকে, পথ চলার সময় কিংবা ফোনে কথা বলার সময় অনেকেই হেডফোন ব্যবহার করেন।সূত্রে খবর, সাম্প্রতিক করোনাকালে হেডফোনের ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু অতিরিক্ত হেড ফোনের ব্যবহার শরীরে তৈরি করতে পারে অনেক সমস্যা। যা পরবর্তী সময়ে বড় ব্যাধির আকার ধারণ করে।
সাবধান; পাক্কা দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তা
কানের শ্রবণ মাত্রা ৯০ ডেসিবেল বিপদজনক। তাই তার চেয়ে বেশি মাত্রার আওয়াজে কানের সমস্যা হতে পারে।দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহারের ফলে হতে পারে মারাত্মক সমস্যা। যদি ইয়ারফোন বা হেডফোন গুলি বেশিরভাগ সময় কানের দিক প্লাক করে থাকে তবে এটি ভালো লক্ষণ নয়।
এবারে জেনে নেওয়া যাক, ইয়ারফোন বা হেডফোন ব্যবহারে কানের কি কি সমস্যা হতে পারে--
১) কয়েক ঘন্টা ধরে হেডফোন ব্যবহার করলে কানের সমস্যা হতে পারে। অনেকেই নিজেদের হেডফোন অন্যের সাথে শেয়ার করেন, ফলস্বরূপ ব্যাকটেরিয়া এবং জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে এয়ার ফোন স্পঞ্জ এর মধ্য দিয়ে চলে যায়। যা সংক্রমণ বাড়িয়ে তোলে।খেয়াল রাখতে হবে ইয়ারফোন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের এয়ারফোন অন্যকে না দেওয়া।
২১ নখ যুক্ত কচ্ছপ যৌতুক চেয়ে শ্রীঘরে বর
২) হেডফোন এবং ইয়ারফোন ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ উৎপন্ন করে। যা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করলে মস্তিষ্কের ওপর খারাপ প্রভাব ফেলে। এর ফলে কোন ব্যক্তি নিজের যেকোনো কাজে মনোযোগ দিতে পারেনা এবং মানসিক ভাবে ভেঙে পড়ে।
৩) বেশি সময় ইয়ারফোন ব্যবহার করলে কানের শ্রবণ ক্ষমতা পূর্বের তুলনায় কমে যায়।
তাছাড়াও হেডফোন অতিরিক্ত ব্যবহার করলে পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে।
প্রায় বিলুপ্তির পথে দাঁড়িয়েও, সৃষ্টি নতুন প্রজন্মের
ইএনটি প্যাথলজিস্ট ডক্টর সন্দীপ অরোরা বলেছেন,কোভিড লকডাউন চলাকালীন বাড়ি থেকে অনলাইন ক্লাস এবং ওয়াক ফ্রম হোম হেডফোন এবং ইয়ারফোন এর ব্যবহার বাড়িয়ে তুলেছে। এর ফলে বাড়ছে কানের সমস্যা। যা ভবিষ্যতের পক্ষে ভালো লক্ষণ নয়। তাই যতটা সম্ভব হেডফোন বা ইয়ার ফোনের ব্যবহারের থেকে এড়িয়ে চলতে হবে। ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের পক্ষে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি।