রিয়া গিরি : বৃহস্পতিবার খড়্গপুরে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সদস্য দিলীপ ঘোষ দুয়ারে সরকার প্রসঙ্গে সাংবাদিকদের কাছে ঠিক এই কথাই বলেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন শুরু হবার পরেই ভালো সাড়া মিলেছে রাজ্যবাসী তরফ থেকে। প্রতিদিনই প্রায় লক্ষাধিক মানুষ আবেদন করছেন এই প্রকল্পের জন্য। কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে শাসকদল মোটেও খুশি নয়।
বঙ্গে বন্যা! মালদা ডিভিশনে বাতিল করা হল ১৩ ট্রেন
দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, শাসকদল প্রশাসন চালাতে জানেন না যা তাদের নরেন্দ্র মোদির কাছ থেকে শেখা উচিত।উনি লক্ষ লক্ষ টাকা কৃষকদের দিয়েছেন কাউকে লাইনে দাঁড়াতে হয়নি। টাকা সবার একাউন্টে চলে গিয়েছে। আর নেত্রী ৫০০ টাকার জন্য বাঙালি সমাজকে ভিখারি বানিয়ে দিলেন। লাফালাফি করে চাপা পড়ে অনেক মানুষ মারা যাচ্ছে ।অনেককে পুলিশের ডান্ডা ও খেতে হচ্ছে। ভিক্ষার ঝুলি নিয়ে মানুষকে রাস্তায় দাঁড়াতে হবে কেন? এটা মানুষের হকের টাকা কারোর জরিমানার টাকা নয়। আসলে এসব এতে রাজনীতি করতে হবে এরা মানুষকে সম্মান দিতে জানেন না।
হাসিমুখেই সব খবর শোনান 'কাগজ দিদি' সুচিত্রা
সাংবাদিক বৈঠকে তিনি আফগানিস্থানে আটকে পড়া ভারতীয়দের কথা উল্লেখ করেন। তিনি বলেছেন যেসব ভারতীয়রা ওখানে আটকে আছে মোদি সরকার তাদের সকলকে ফিরিয়ে আনবেন। দিদির ওপর ভরসা করলে তালিবানি গুলি কপালে আছে। দুয়ারে সরকার পরিকল্পনার চতুর্থ দিনে বৃহস্পতিবারও জেলার বিভিন্ন জায়গায় উপচে পড়ার মতো মানুষের সমাগম হয়েছিল। গতকাল মোট ৩৮ লক্ষ আবেদন করেছে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য।অনেক জায়গায় ভিড়ের চাপ সামাল দিতে তিনদিন এর জায়গায় ৪ দিনের শিবির করা হয়েছে।