সায়ন ঘোষ, বনগাঁ : বি.এস.এফ. আধিকারিকদের একাধিক বার ট্রাক তল্লাশির জেরে আমদানি-রপ্তানি ব্যাবসায় ক্ষতি হতেই অবস্থান বিক্ষোভ ট্রাক চালকদের। ঘটনাটি রবিবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ বি.এস.এফ. ক্যাম্প মোড়ের।
ফের গরহাজির বনগাঁর বিজেপির নেতা, বিধায়কেরা
সূত্রে খবর, বেশ কিছুদিন আগে পেট্রাপোল সীমান্ত থেকে সোনা সহ দুই ট্রাক চালককে গ্রেফতার করেছিল পেট্রাপোল সীমান্তের বি.এস.এফ. আধিকারিকরা। এছাড়াও পেট্রাপোল সীমান্ত থেকে প্রায়শই ওষুধ, হেরোইন, কোডাইন মিক্সার সহ ফেন্সিডিল পাচার হওয়া বানচাল করে বি.এস.এফ. এর আধিকারিকরা। মূলত সেই সব কারনেই বি.এস.এফ. কিছু দিন ধরে অতিরিক্ত পরিমানে তল্লাশি চালাচ্ছে বেনাপোল (বাংলাদেশ) গামী ট্রাক এবং ট্রাকচালকদের ওপর। সাথেই সমস্যায় পরছেন ট্রাক মালিক থেকে শুরু করে ট্রাকচালকরা।
পি.ভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ জয় ভারতের
এই বিষয়ে স্থানীয় কাস্টম ক্লিয়ারিং এজেন্ট পৃথ্বীশ মিত্র বলেন, এম.বি.আই. কর্মী সহ বি.এস.এফ. আধিকারিকরা বাংলাদেশ গামী ট্রাক গুলি একাধিক বার তল্লাশির জন্য আমদানি রপ্তানি আগের তুলনায় অনেক কম হচ্ছে। আগে যেখানে পেট্রাপোল থেকে বেনাপোলে রোজ ৫০০-৬০০ গাড়ি এক্সপোর্ট হত, এখন সেখানে ২০০-৩০০ গাড়ি এক্সপোর্ট হচ্ছে। ব্যাবসায় ক্ষতি হতেই ট্রাক চালকরা আজ এই বিক্ষোভ এর পথে নেমেছে। আশা করবো আগামীতে যাতে এই সমস্যার দ্রুত সমধান হয় সেই বিষয়ে এল.পি.এ.আই. কর্মী, এম.বি.আই. কর্মী ও বি.এস.এফ. আধিকারিকরা যথেষ্ঠ নজর দেবেন।