ঈশিতা সাহা : মঙ্গলবার অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ জানায় ৫ জন শিক্ষিকা। জানা গেছে, ওই পাঁচ জন শিক্ষিকা এএসকে ও এমএসকে বিভাগের। এদিন সকালে ওই ৫ জন শিক্ষিকা বিকাশ ভবনের এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দ্বারস্থ হন। কিন্তু অনুমতি মেলেনি।
নবান্নের বড় ঘোষণা : বাড়বে না চাকরির মেয়াদ, সুযোগ পাবে নয়ামুখ
এরপরই শিক্ষামন্ত্রী দেখা না পেয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ জানান তারা। তখনই হটাৎ দুজন শিক্ষিকা বিষপান করেন। পরিস্থিতি বিগরে গেলে ওই দুজনকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিকাশ ভবন সূত্রে খবর, ঘটনার সময় শিক্ষা মন্ত্রী বিকাশ ভবনে উপস্থিত ছিলেন না।
অনাস্থা জারি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে, তবু বহাল রইল প্রধান- উপপ্রধান
ঘটনায় শিক্ষিকারা জানান, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনের শাস্তি পেতে গ্রেফতার হতে হয়েছিল। এরপরই অন্যায় ভাবে 'হোম ডিস্ট্রিক্ট' থেকে দূরে স্থানান্তর করা হয় তাদের। কাউকে উত্তরবঙ্গে আবার কাউকে মালদায় বদলি করা হয়। এ বিষয়ে অনিমা নাথ নামে এক শিক্ষিকা বলেন, "মাসে মাত্র ১০,০০০ টাকা বেতন দেওয়া হয়। আমাদের ২০,০০০ হাজার টাকা দিক, ৩০,০০০ টাকা দিক আমরা যাব। আমরা আজ মরে যাব।"
সেপ্টেম্বরেই কমতে চলেছে মদের দাম
পুলিশ সূত্রে খবর, উত্তেজনা সামাল দিতে মহিলা পুলিশ কর্মীর সঙ্গে ধস্তধোস্তি হয় ওই শিক্ষিকাদের। এহেম সময় বিষ পানের হুমকি দিতে থাকেন তারা। পরিস্থিতি নজরে রেখে তৃণমূল কংগ্রেস শাসকদলের নেতা কুণাল ঘোষ বলেন, 'যদি এই ঘটনায় কেউ অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাদের সুস্থতার আরোগ্য কামনা করছি।'অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য, শিক্ষামন্ত্রী সবকিছুর জন্য সময় আছে কিন্তু নিজ রাজ্যে শিক্ষিকার সঙ্গে দেখা করতে পারছেন না।
আকাশ ছুঁলো হিজাব, বোরখা, পাগড়ির দাম; বিপাকে আফগানবাসীরা
ঘটনায় বিষপানকারী দুজন মহিলাকে তৎক্ষণাৎ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতা।