সার্বভৌম সমাচার : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, "এই অত্যাচার আপনার অমানবিকতার প্রমাণ। যা খুশি করে নিন। ত্রিপুরায় এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল।'
ত্রিপুরা তৃণমূল কংগ্রেস দলের কার্যালয়ে বিজেপি গুন্ডাদের তাণ্ডব। @BjpBiplab কোথায় গণতন্ত্র??? #BhoyPeyecheBJP pic.twitter.com/lY77hrNv8o
— Tripura Trinamool Congress (@EbarTripura) August 7, 2021
এদিন অভিষেক সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায় সুদীপ রাহার মাথা ফেটে গিয়েছে, গাল কেটে গিয়েছে জয়ারও; গাড়ি ভাঙচুর হয়েছে। দেবাংশু-সুদীপ-জয়ারা অভিযোগ করেন, বিজেপির দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে।
The GOONS of @BJP4Tripura have shown their TRUE COLOURS!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
This barbaric attack on Trinamool workers reveals the 'GOONDA RAJ' in #Tripura under @BjpBiplab's Govt.!
Your threats and attacks only prove your inhumanity.
DO WHAT YOU CAN.. Trinamool will not budge an INCH! pic.twitter.com/9K6ZPECrNq
সম্প্রতি আইপ্যাক কাণ্ডের পর ত্রিপুরায় পৌঁছে যান দলীয় নেতারা। এর পর হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয় তৃণমূল। সেই আন্দোলনে দলের স্থানীয় নেতা-কর্মীদের সংঘে যোগ দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ছাত্র নেত্রী জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যরা।
We strongly condemn the attack on Trinamool workers in #Tripura.@BjpBiplab has once again proven that he does not care about democracy or what it entails! But this only gives us a stronger impetus to keep fighting harder. We will not stop. We will not be cowed down.
২০২৩-এর মার্চে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর ততদিন যে বিজেপি-তৃণমূল সংঘাত লেগেই থাকবে, তা বলাই বাহুল্য। ফলে সামগ্রিক ভাবে এখন থেকেই সরগরম ত্রিপুরার রাজনীতি।