ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়ারা, অভিযোগের তীর BJP-র দিকে

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP

সার্বভৌম সমাচার : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, "এই অত্যাচার আপনার অমানবিকতার প্রমাণ। যা খুশি করে নিন। ত্রিপুরায় এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল।'

 

এদিন অভিষেক সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায় সুদীপ রাহার মাথা ফেটে গিয়েছে, গাল কেটে গিয়েছে জয়ারও; গাড়ি ভাঙচুর হয়েছে। দেবাংশু-সুদীপ-জয়ারা অভিযোগ করেন, বিজেপির দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে।

সম্প্রতি আইপ্যাক কাণ্ডের পর ত্রিপুরায় পৌঁছে যান দলীয় নেতারা। এর পর হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয় তৃণমূল। সেই আন্দোলনে দলের স্থানীয় নেতা-কর্মীদের সংঘে যোগ দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ছাত্র নেত্রী জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যরা।


ভুয়ো সার্টিফিকেট দিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্ত দপ্তরে চাকরির আবেদন ১৫ জন কর্মপ্রার্থীর; তদন্তে পুলিশ

২০২৩-এর মার্চে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর ততদিন যে বিজেপি-তৃণমূল সংঘাত লেগেই থাকবে, তা বলাই বাহুল্য। ফলে সামগ্রিক ভাবে এখন থেকেই সরগরম ত্রিপুরার রাজনীতি।

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP

Debangshu-Sudip-Jayara attacked-in-Tripura-the-arrow-of-blame-is-on-the-BJP


Post a Comment

Previous Post Next Post