মোল্লা আতাউর রহমান মিন্টু, ঢাকা : কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে পরিচিত। যার দৈর্ঘ্য প্রায় ১৫৫ কিলোমিটার। এটি বাংলাদেশের দক্ষিণ -পূর্ব প্রান্তে অবস্থিত। এখানে প্রতিবছর দেশ- বিদেশ থেকে বিপুল সংখ্যক ভ্রমনার্থীদের ভিড় জমে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত কক্সবাজার।
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এর সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
এবারে সেই কক্সবাজারকে ভ্রমনার্থীদের কাছে জন্য আরও বেশি আকর্ষিণীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রকল্পটি শেষ হওয়ার পর, বিভিন্ন দেশের পর্যটকরা আন্তর্জাতিক গন্তব্যস্থল থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছতে পারবেন। বিমানবন্দরের রানওয়ের বর্তমান দৈর্ঘ্য প্রায় ৯০০০ফুট সেটা বাড়িয়ে ১০,৭০০ ফুট পর্যন্ত করা হচ্ছে। যাতে বৃহত্তর ওয়াইডবডি জাতীয় এবং আন্তর্জাতিক বিমানগুলি এই বিমানবন্দরে ওঠানামা করতে পারে।
পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের সূচনা হল বাংলাতে
উল্লেখ্য, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (CAAB) চলতি বছরের February ফেব্রুয়ারি চীনের যৌথ উদ্যোগের চাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো (CYWEB) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (CCECC) সঙ্গে বিমানবন্দরের উন্নতির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যে প্রকল্পে আনুমানিক ১৫68 কোটি টাকা ব্যয় হবে এবং আগামী ২০২৪ সালের মে মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। গত ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার প্রকল্পটিতে অনুমোদনও করেছিল।