বন্ধ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য; কোটি কোটি টাকা ক্ষতিতে মাথায় হাত ব্যবসায়ীদের

Closed-international-border-trade-Traders-hand-in-head-at-a-loss-of-crores-of-rupees


সায়ন ঘোষ : দুই ড্রাইভারের বচসা থেকে মারামারির ঘটনা নিয়ে উত্তপ্ত বসিরহাট থানার ঘোজাডাঙ্গা সীমান্ত।

ড্রাইভারদের দাবী, গতকাল ভারত থেকে ট্রাকভর্তি সামগ্রী নিয়ে বাংলাদেশে ঢোকার পর বাংলাদেশের ড্রাইভাররা ভারতের  ড্রাইভারদের সঙ্গে প্রথমে ঝামেলা এবং পরে তা মারামারি পর্যন্ত গড়িয়ে যায়। সেই মারামারিতে গুরুতর জখম হয় ভারতের এক ড্রাইভার। ঘোজাডাঙ্গা সিএনডিএফ এর কাছে খবর গেলে তারা সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় ওই ড্রাইভেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ঘোজাডাঙ্গা সীমান্ত। সকাল থেকে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় ইউনিয়নের সদস্যরা, তাতে করে পুরোপুরি বন্ধ হয় দুই দেশের ব্যবসা বাণিজ্য।

টাকি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন, আহত ৩

লরি শ্রমিক ইউনিয়নের নেতা শহিদুল ইসলাম সর্দার বলেন, ভারতের ড্রাইভাররা যখনই বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশ লেবার শ্রমিকরা আমাদের ড্রাইভারদের সঙ্গে দুর্ব্যবহার করে। এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। যতক্ষণ সমস্যার সমাধান না হবে দুই দেশের বাণিজ্য আমরা করতে দেব না।

অন্যদিকে ঘোজাডাঙ্গা সিএনডিএফের সভাপতি অচিন্ত্য ঘোষ বলেন, এই ধরনের সমস্যার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমরা দুই দেশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডেকেছি। অবিলম্বে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সকাল থেকে বাণিজ্য থাকায় এক্সপোটারদের কয়েক কোটি টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।

বিজেপি মহিলা মোর্চার এস.পি অফিস ঘেরাও; ধুন্দুমার 

এক ব্যবসায়ীর কথায়, কাঁচা লঙ্কা, পিয়াজ, আদা, রসুন, মাছ; এই ধরনের পচন শীল জিনিস যত সময় যাবে তত নষ্ট হবে। তাতে ক্ষতির পরিমাণ আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। অতিদ্রুত এই সমস্যার সমাধান না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলেও মনে করছে বসিরহাট থানার ঘোজাডাঙ্গা সীমান্তের ব্যবসায়ীক মহল।

Post a Comment

Previous Post Next Post