ঈশিতা সাহা : পুজোর পর থেকেই স্কুল খোলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মহল। আবার একই সময়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। অনুমান করোনার তৃতীয় ঢেউয় সবচেয়ে বেশি ছড়িয়ে পড়বে শিশুদের মধ্যে। সেই পরিস্থিতি নজরে রেখেই তৃতীয় ঢেউ আসার আগেই ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের মধ্যে টিকা করন প্রক্রিয়া শেষ করতে চায় কেন্দ্রীয় সরকার।
গৃহ শিক্ষিকার বেশে দেড় লক্ষ টাকার গয়না চুরি অভিযোগ
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে প্রথম দফায় শিশুদের জন্য কোভ্যাকসিন প্রক্রিয়া শুরু করতে হবে। ইতিমধ্যে ভারতে শিশুদের জন্য ভ্যাকসিন ট্রায়াল চলছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর মনসুখ মান্ডবিয়া জানান, শিশুদের জন্য এখন দুটি ভ্যাকসিনই ছাড়পত্র পাবে। এখন শিশুদের ওপর ভারত বায়োটেকে টিকার ট্রায়াল চলছে।
এবার দাঁত দেখালেই খুলে যাবে স্মার্টফোনের লক
এছাড়াও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি টিকার ওপর পরীক্ষা চলছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পশ্চিমবঙ্গেও জাইডাস ক্যাডিলাকে ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমতি দিয়েছে। এক্ষেত্রে তিন ক্যাটাগরিতে ট্রায়াল' দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ১২ থেকে ১৮ বছর, দ্বিতীয় ধাপে ৬ থেকে ১২ বৎসর ও তৃতীয় ধাপে ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের ওপর। কলকাতাতেও ইতিমধ্যে ট্রায়াল' শুরু হয়েছে।
আইসিএমআর ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি- ডিরেক্টর প্রিয়া আব্রাহাম জানিয়েছেন, শিশুদের টিকা করন এ আর বেশি দেরি করা যাবে না। বাচ্চাদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল' কতটা প্রভাব ফেলছে তা প্রতিমুহূর্তের খবর রাখা হচ্ছে।
এবার মহিলা কামরায় উঠলেই গ্রেপ্তার
তবে দেশের কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের অভাব নিয়ে অভিযোগ দেখা দিয়েছে। আদৌ এ বছরে প্রাপ্তবয়স্কদের মধ্যে টিকা করন প্রক্রিয়া শেষ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তারপর আবার শিশুদের টিকা করন। ফলে বিষয়টি সার্থকতা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সরকার এবং স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যম প্রচেষ্টা চালানো হয়েছে।