রক্ত জমাট বাঁধে কোভিশিল্ডে, দাবি ব্রিটেনের গবেষকদের

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

রিয়া গিরি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়, কোভিশিল্ড নেওয়ার পর দেশ-বিদেশের অনেকেরই রক্ত জমাট বাঁধার কথা সামনে এসেছে। এই টিকা নেওয়ার পরে কারো কারো রক্তক্ষরণ, কিংবা রক্ত জমাট বাঁধার কথা সামনে আসতেই গবেষকরা এই সংক্রান্ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, কোভিশিল্ড নিলে প্রতি ৫০ হাজারে একজনের রক্ত জমাট বাঁধার ঘটনা সামনে এসেছে।

লটারিতে কোটি টাকা জিতে থানার লকআপে রাত কাটালো বিজেতা

প্রথম থেকেই অবশ্য বলা হয়েছিল,  রক্ত জনিত সমস্যা বা অ্যালার্জি থাকলে তাহলেই টিকা নেওয়া যাবে না।বয়স্কদের নিয়ে ভয় থাকলে ও, এখন দেখা যাচ্ছে নবীন প্রাপ্ত বয়স্কদের ও বিপদের ঝুঁকি রয়েছে। প্রথম ডোজ নেওয়ার পরে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছেন, কোভিশিল্ড টিকা গ্রাহকরা। গবেষণায় জানা গিয়েছে,ভারতের ৩২০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা পেয়েছেন গবেষকরা।

এই সপ্তাহের কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন

ভারতের পাশাপাশি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার পর একই ধরনের কিছু ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। রক্ত জমাট বেধে যাওয়ার ঘটনা খুবই সাধারণ।কারো যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় তাহলে এর কারনে রক্ত জমাট বেধে যেতে পারে।১০ লাখ মানুষকে টিকা দেওয়ার পর তাদের মধ্যে বেশ কয়েকজনের রক্ত জমাট বাঁধে এবং স্ট্রোক এর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers

Blood-clots-in-the-covid-shield-claim-British-researchers




Post a Comment

Previous Post Next Post