রিয়া গিরি : বিধিনিষেধ মেনে করোনা পরিস্থিতি কিছুটা কমতে দীঘায় ভিড় জমিয়েছেন পর্যটকেরা।শনিবার সকাল থেকে সমুদ্রের জলের স্বাভাবিক নীল আবরণ পরিবর্তন হয়ে কালচে ঘোলাটে হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন অনেক পর্যটকেরা। কালো ঘোলাটে জলে স্নান করতে যাওয়া কতটা নিরাপদ হবে সে কথা ভেবে অনেকেই স্নান করতে নামেননি। এর আগে সমুদ্রের জলের কালো রং কারোর চোখে পড়েনি। তাই এ বিষয়ে পর্যটক ব্যবসায়ীদের অনেকে চিন্তায় পড়েছেন।
বনগাঁ মহকুমা জুড়ে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস
শুক্রবার পর্যন্ত সমুদ্রের জল স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে তার রঙ পরিবর্তন হয়ে যায়।উপকূল থেকে বেশ কয়েক কিলোমিটার অংশজুড়ে সমুদ্রের জল ঘোলাটে কাদার মত হয়ে যায়।সমুদ্রের জলের রং পরিবর্তন নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এখনও পর্যন্ত কোন সঠিক ধারণা কেউই করে উঠতে পারেননি।দীঘার মেরিন একুরিয়াম এর আধিকারিক সমুদ্র বিজ্ঞানী প্রশান্ত টুডু বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে তাই নদীর জলে পলির পরিমাণ বেড়ে কাদার মত হয়ে গিয়েছে বলে অনুমান করছি।
ইন্ডিয়ান আইডলকে জয় করলো পবন, দ্বিতীয় অরুণিতা
বাঙালির প্রিয় স্থান দীঘায় ইতিমধ্যেই ছুটি কাটাতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। কিন্তু কাদা মিশ্রিত ঘোলাটে জলে বাচ্চাদের নিয়ে স্নানে নামার সাহস কেউ পাননি।দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মন্ডল বলেন,সমুদ্রের জল ঘোলাটে হয়ে যাওয়ার খবর পেয়েছি পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।সমুদ্র বিশেষজ্ঞদের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।দীঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন সমুদ্রের জল ঘোলাটে হয়ে যাওয়া এদিন অনেক পর্যটক সমুদ্র স্নানে নামেনি। কিন্তু এ নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।