সাবধান; পাক্কা দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকবে কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তা

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half


অম্লিতা দাস : অবশেষে শুরু হচ্ছে পোস্তা উড়ালপুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ। তাই দেড় মাস ধরে বন্ধ থাকবে বিবেকানন্দ রোডের একাংশ। কলকাতার অন্যতম এই ব্যস্ত পথ বন্ধ থাকাকালীন ঘুরপথে চলবে গাড়ি। ১লা সেপ্টেম্বর থেকে পোস্তা উড়ালপুল ভাঙার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে তাই প্রয়োজন অনেকটা বেশি সতর্কতার। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে আজ এই নিয়ে বৈঠক হয় কলকাতা পুরসভায়।

জেলাশাসকের উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস

জুনের মাঝামাঝি সময়ে স্ট্যান্ড রোড বন্ধ রেখে উড়ালপুল ভাঙার কাজ চলেছিল। সেই সময়েও ঘুরপথে গাড়ি চলেছিল বেশ কিছুদিন। তবে এবার সব চেয়ে বিপদমূলক অংশে কাজ শুরু হবে। অধিক সতর্কতার জন্য একাধিক বৈঠকের মাধ্যমে বিবেকানন্দ রোড বন্ধ রাখার  সিদ্ধান্ত নেওয়া হয়।

বনগাঁ থানার থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন যুবতী

গণেশ টাকিজ থেকে গিরিশপার্ক। ২৭শে আগস্ট থেকে প্রায় ৪৫দিন পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তায়। পুর প্রশাসক জানিয়েছেন উন্নত প্রযুক্তির জিরো ভাইব্রেশন টেকনোলজির সহায়তায় কাজ চলবে তাই চিন্তার বিশেষ কিছু নেই তবু রাস্তার ধারে থাকা বাড়ি গুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী পুজোর পর থেকেই স্কুল খোলার তোড়জোড় শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

ব্যস্ত রাস্তা বন্ধ থাকলে কোন পথ বেছে নেবেন সাধারণ মানুষ? যাত্রীদের কথা ভেবেই পুরসভা জানিয়েছেন , বিবেকানন্দ রোডের একাংশ বন্ধ থাকলেও কোন পথ দিয়ে যাওয়া যাবে সে সংক্রান্ত তথ্য খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ২৫শে আগস্টের আগেই কলকাতা পুলিশ তা জানিয়ে দেবেন।

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half

Be-careful-This-important-road-in-Kolkata-will-be-closed-for-more-than-a-month-and-a-half


Post a Comment

Previous Post Next Post