'তালিবান' সমর্থনে ফেসবুকে পোষ্টে নিষেধাজ্ঞা!

Ban-on-Facebook-postsin-support-of-Taliban


ঈশিতা সাহা : 'তালিবানদের' সমর্থন করে ফেসবুকে কিছু পোস্ট করলে বা কোনো অ্যাকাউন্ট থেকে কনটেন্ট তৈরি করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ফেসবুক। পাশাপাশি নির্দিষ্ট একাউন্ট এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে।

দুর্ঘটনা নয়, জোর করেই আফগানিস্তানের বিমান নামিয়েছে উজবেকিস্তান

মার্কিন মুলুকের এই সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট- এর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্যে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত জঙ্গী সংগঠন 'তালিবানদের' ক্ষেত্রে  সোশ্যাল নিষেধাজ্ঞা জারি থাকবে। একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম হোয়াটসাপ এর ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালিবানরা

টুইটারের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে একাধিক আফগানিরা সাহায্যের কথা জানিয়েছেন। উত্তপ্ত আফগানি এখন সঙ্কটে। সবাই হুড়মুড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তাগিদে। এমতাবস্থায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাহায্যের সাক্ষী হয়েছে। কিন্তু সমর্থনে কোন পোস্ট করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার  তালিবানরা হোয়াটসঅ্যাপ এর ব্যবহারও করেন বলে অভিযোগ।

ভারতকে সঙ্গীদল করতে চায় তালিবান

তবে সেক্ষেত্রে এখনও স্পষ্ট পদক্ষেপ না নিলেও সংবাদ সংস্থা বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে তালিবান সমর্থনকারী পোস্টগুলি উপর নজর রাখা হচ্ছে। সেইসব অ্যাকাউন্টগুলি কে চিহ্নিত করে ফেসবুকের প্লেটফ্রম থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ফেসবুক পক্ষ থেকে অ্যাকাউন্ট সম্পর্কিত করা বিধিনিষেধ মেনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

Ban-on-Facebook-postsin-support-of-Taliban

Ban-on-Facebook-postsin-support-of-Taliban

Ban-on-Facebook-postsin-support-of-Taliban

Ban-on-Facebook-postsin-support-of-Taliban

Ban-on-Facebook-postsin-support-of-Taliban

Ban-on-Facebook-postsin-support-of-Taliban


Post a Comment

Previous Post Next Post