কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি’র যুবনেতা

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir


সার্বভৌম সমাচার : কাশ্মীরে অজ্ঞাত জঙ্গিদের গুলিবর্ষণের ফলে বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিবর্ষণে ওই বিজেপি নেতা নিহত হন। গত একসপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড। সন্ত্রাসীরা তাঁর বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। কিছুদিন আগে বিজেপি নেতা ও ‘সরপঞ্চ’ গোলাম রসুল দার এবং তার স্ত্রী জাওয়াহীরা বানু জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন।

'তালিবান' সমর্থনে ফেসবুকে পোষ্টে নিষেধাজ্ঞা!

বিজেপি নেতার হত্যার বিষয়ে দলের মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, জাভেদ দলের যুব নেতা এবং কুলগাম নির্বাচনী এলাকার ইনচার্জ ছিলেন। তিনি ঘাতকদের ধরতে এবং তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেন, সন্ত্রাসীরা হতাশায় ভুগছে এবং নির্দোষদের টার্গেট করছে। নিরস্ত্র মানুষকে হত্যা করে কিছুই হবে না।    

আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালিবানরা

প্রসঙ্গত, গত ৯ আগস্ট, অনন্তনাগ শহরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিবর্ষণের ফলে বিজেপি’র ‘সরপঞ্চ’ গোলাম রসুল দার এবং তার স্ত্রী জাওয়াহীরা বানু নিহত হয়েছিলেন। গোলাম  রসুল দার কুলগাম জেলার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি ছিলেন এবং জেলার রেদওয়ানি গ্রামের ‘সরপঞ্চ’ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir

BJP-youth-leader-shot-dead-by-militants-in-Kashmir


Post a Comment

Previous Post Next Post