পাট চাষিদের মুখে হাসি ফোটাবে ‘আতমা প্রকল্প’

Atma-Project-to-make-jute-farmers-smile

জয়দীপ মৈত্র : চিরাচরিত প্রথায় পাট থেকে আঁশ বা তন্তু ছাড়ানোর প্রক্রিয়া সময় সাপেক্ষ অনেক ক্ষেত্রে বিভিন্ন জলাশয়ে পাট পঁচানোর ফলে পাটের গুণগতমান এবং রং পরিবর্তন হয়ে যায় এবার পাট চাষীদের এই সমস্যা গুলি সমাধান করতে কৃষকের দুয়ারে হাজির পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আতমা প্রকল্প

করোনার তোয়াক্কা না করেই ব্যাংকের সামনে উপচে পড়া ভিড়

যন্ত্রচালিত পাট রিবোনের এমন একটি মেশিন এনেছে কৃষি দপ্তর যার দ্বারা কাঁচা পাট থেকে মুহুর্তের মধ্যেই আঁশ বের করে নেওয়া সম্ভব, দ্বিতীয়ত সেই আঁশ অল্প জলে (সরাসরি মাটি/ কলার পাতা না চাপিয়ে) ক্রিজাফ সোনা পাউডার দিয়ে পচিয়ে নিয়ে বের করা হবে সোনালী তন্তু

Atma-Project-to-make-jute-farmers-smile

দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের কৃষি অধিকর্তা এবং কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রের ব্যবস্থাপনায় আতমা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নতুন উদ্যম দেখা দিচ্ছে পাট চাষীদের মধ্যে
জলমগ্ন হলদিয়া, বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ল হলদিয়া পৌরসভা

কৃষি দপ্তরের এই অভিনব উদ্যোগে খুশি বংশিহারি ব্লকের কৃষকরা নতুন প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলা সহ আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের পাট চাষ আরও অনেক বেশি সহজ হবে এবং চাষিরাও লাভবান হবে, এই আশায় বুক বেঁধেছে পাট চাষি থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকেরা

Atma-Project-to-make-jute-farmers-smile

Atma-Project-to-make-jute-farmers-smile

Atma-Project-to-make-jute-farmers-smile


Post a Comment

Previous Post Next Post