রিয়া গিরি : ফের মাওবাদী পোস্টারকে ঘিরে আতঙ্ক ছড়ালো পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বেড়াদা এলাকায়। মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক পোস্টার। তৃণমূল করলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে মাওবাদীদের তরফ থেকে।
কাঁটাতারের ধারে পেট্রাপোল সীমান্তে আয়োজন মনসা পুজোর
স্থানীয় সূত্রের খবর, পোস্টার চোখে পড়তেই আতংক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পার্শ্ববর্তী থানায় খবর দিলে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে পোস্টার ও ব্যানার খোলার কাজ শুরু হয়। ইতিমধ্যেই বেড়াদা থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার গুলির কোনোটাতে লেখা "খেলা হবে খেলা হবে, এবার তো আমরা খেলব"। আবার কোনটাই লেখা,"কিষেণজির মৃত্যুর বদলা চাই।বর্তমান সরকারের সরকারি কর্মচারীরা যেসব দুর্নীতি করে চলেছে তাদের বলছি তোমাদের সময় শেষ। বল হরি হরি বল"।
আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালিবানরা
শুধু রাস্তাঘাট কিংবা দেওয়ালে নয় হোটেলেও মিলছে মাওয়াবাদীদের হুমকি পোস্টার। পোস্টারের ঠিক নিচে প্রেরকের স্থানে লেখা 'CPI মাওবাদী'।বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল পুরুলিয়া থেকে। পোস্টার গুলি মূলত বর্তমান সরকারের বিরুদ্ধে। যা তখনকার মতো সরিয়ে ফেলা হলেও আবার পোস্টার কে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।