ঈশিতা সাহা: বাসের কোণায় সিটের ওপরই রাখা ছিল ব্যাগটি। তার পাশেই যাত্রীরা বসে। হটাৎই কিছু তদন্তকারীরা মাঝপথে আটকে দেয় বাস। শুরু হয় তল্লাশি। তারপরের ঘটনায় চক্ষুসাড়ক অবস্থা বাসযাত্রীদের। কালো ব্যাগ থেকে উদ্ধর করা হয় দেশি বোমা। সাথে চিরকুটে লেখা নাম ও ফোন নম্বর।
ঘটনাটি আসানসোলের কুলটির কাছে ২ নম্বর জাতীয় সড়কে। মঙ্গলবার রাত ১১টা ১৫ নাগাদ পানাগর সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কিছু কর্মীরা সূত্রে খবর পেয়ে এদিনের বাসটির পিছু নেয়। তারপর উদ্ধার হয় নাম ও ফোন নম্বরসহ ৩০ টি তাজা বোমা ভর্তি ব্যাগ।
পুলিশ সূত্রে ও ব্যাগের নথিপত্র থেকে জানা যায়, ওই বোমা ভর্তি ব্যাগটি কোলকাতা থেকে ঝাড়খন্ড রাজ্যে পাচার করা হচ্ছিল। মূলত ব্যাগটি ঝাড়খন্ডে শফি মহাম্মদ ভাই নামে ব্যক্তির উদ্দেশে ছিল। একই সাথে ১২৪৬১ সংখ্যার একটি কোড নম্বরসহ কলকাতার দুই ব্যক্তির নাম উল্লেখ রয়েছে চিরকুটে। প্রত্যেকটি বোমার বাজার মূল্য ১০০০ টাকা করে জানা গেছে।
এদিকে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাস যাত্রীদের মধ্যে। একজন যাত্রী বলেন,"পুলিশ যখন উঠলো, ভেবেছিলাম কোন অপরাধীকে ধরতে উঠেছে। তখনো কেউ বুঝিনি বোমা রয়েছে বাসে! এত সিনেমাকে হার মানানোর মতো ঘটনা।"
ইতিমধ্যে বোমা গুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।একটি জলের বালতির মধ্যে ডুবিয়ে বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি চিরকুটে যে নামগুলি উঠে এসেছে তা তদন্ত করছে পুলিশ। শীঘ্রই এর মূল খোঁজ করতে পারবেন বলে ধারণা।