প্রবন্ধ : প্রথম মহাকাশ ভ্রমণে ঘুরে এলেন রিচার্ড ব্রানসন

Article-Richard-Branson-made-his-first-space-trip



অজয় মজুমদার ব্রিটিশ ধনপতি ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্যালাকটিক নামে একটি  মহাকাশ যানে ভ্রমণের পর নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। তিনি অবতরণ করেন নিউ মেক্সিকোতে ৷ এক ঘণ্টা ব্যাপী যাত্রায় ইউনিটি- ২২ নামের এই মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারের বেশি গতিতে উড়ে যায় ৷ এই সময় ছয় যাত্রী কয়েক মিনিট ধরে শূন্যতার অভিজ্ঞতা অর্জন করে ৷ 
আগামী বছর বাণিজ্যিকভাবে এই মহাকাশ পর্যটক শুরুর কথা  রয়েছে । মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য ব্যয় পড়বে আড়াই লক্ষ ডলার। রিচার্ড ব্র্যানসনের মতই আরেকজন ধনপতি উদ্যোক্তা আমাজনের মালিক জেফ বেজোস ও এ মাসের পরের দিকে তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে উড়ে যাবেন বলে কথা রয়েছে ৷ ব্র্যানসন ২০০৪ সাল থেকে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছেন৷

প্রবন্ধ : বছরে পাঁচ লক্ষ রোগী ম্যালেরিয়া রোগে মারা যায় কিন্তু করোনার মতো হৈ চৈ নেই

কথা ছিল ২০০৭ সালে এই ভ্রমণ চালু হবে ৷ কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায় ৷ ব্রানসন বলেন ছোটবেলা থেকেই তার শখ ছিল মহাকাশ অভিযানের ৷তিনি আরও বলেন আশা করছি আগামী ১০০ বছরের মধ্যে লক্ষ্য লক্ষ্য মানুষ মহাশূন্যে সফর করতে পারবেন ৷ আমেরিকার আপত্তিতে আই এস এস এ জায়গা না পেয়ে চীন নিজেই একটি মহাকাশ স্টেশন বানাতে উদ্যোগী হয় ৷ এরপর গত ছ- মাসে দেশটি মহাকাশে অসামান্য সব বৈজ্ঞানিক সাফল্য দেখিয়েছে ৷

করোনা টীকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ এলাকাবাসীর

চীনের লংমার্চ ফাইভ- বি পৃথিবীর সবচেয়ে বড় রকেট ৷ তার মডিউল পাঠাতে হয়েছিল তাদের নির্মিতব্য স্পেস স্টেশনের জন্য ৷ অনিয়ন্ত্রিত ভাবে এই পৃথিবীতে পড়ে যাওয়া নিয়ে এক সপ্তাহ ধরে চলে আলোচনা ৷ সঙ্গে বিজ্ঞানীদের করে তোলে তোলপাড় ৷

Article-Richard-Branson-made-his-first-space-trip

অনলাইন সুপার মার্কেট আমাজনের মালিক জেফ বেজোস ও প্রতিষ্ঠা করেছেন স্পেস কোম্পানির ব্লু অরিজিন ৷  তাদের নিজস্ব রকেট করে মহাকাল যাওয়ার কথা রয়েছে ৷ আর এক প্রযুক্তি ব্যবসায়ী ইলল মাস্ক ও মহাকাশ যাওয়ার জন্য তার স্পেস এক্স কোম্পানি থেকে কম খরচে মহাকাশ যাওয়ার রকেট তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷

রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত সংখ্যা ৭০১ জন, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরে

মহাকাশ জয় করার স্বপ্ন মানুষের বহু দিনের ৷অনেক নভোচারী ইতিমধ্যে পৃথিবীর বাইরে থেকে ঘুরে এসেছেন ৷ ৭ জন ধনী ব্যক্তি বেড়াতে গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনেও ৷ এখনো পর্যন্ত মোট ৫৮০ জন মহাকাশে গেছেন ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার আর আপনার মত সাধারণ মানুষ ও কি  মহাশূন্যে বেড়াতে যেতে পারবে ? এই প্রশ্নটিই জোরালো হচ্ছে  স্যার রিচার্ড বেনসনের মহাকাশে উঁকি দিয়ে আসার পর।

https://www.sarbabhaumasamachar.in/2021/08/The-number-of-people-infected-with-covid-in-the-state-in-one-day-is-601-the-concern-is-increasing-in-the-health-department.html

https://www.sarbabhaumasamachar.in/2021/08/The-number-of-people-infected-with-covid-in-the-state-in-one-day-is-601-the-concern-is-increasing-in-the-health-department.html



https://www.sarbabhaumasamachar.in/2021/08/The-number-of-people-infected-with-covid-in-the-state-in-one-day-is-601-the-concern-is-increasing-in-the-health-department.html


Post a Comment

Previous Post Next Post