গৌতম মণ্ডল, বসিরহাট : গোপনসুত্রে খবর পেয়ে বসিরহাটের দুই পৃথক জায়গা থেকে কয়েক লক্ষ টাকার তরল মাদক ও আগ্নেয়াস্ত্রসহ মোট দুই দুষ্কৃতী গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ঘটনা দুটিটি ঘটেছে বসিরহাট মহকুমা এলাকায়।
টোকিও অলিম্পিকে সোনার ছেলের সোনা জয়
পুলিশ সুত্রে খবর, বসিরহাট থানার চাঁপাপুকুর এলাকা থেকে লক্ষধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার সহ কুখ্যাত মাদক পাচারকারী সুরজিৎ বিশ্বাসকে এবং বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পিকনিক স্পট থেকে আগ্নেয়াস্ত্রসহ বাবলু বিশ্বাস নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
শিশুর মায়েদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ যে গ্রাম পঞ্চায়েতে
এদিন মাদক পাচারকারী সুরজিৎ বিশ্বাসের কাছ থেকে ৫ লিটার তরল মাদক অর্থাৎ কোডেইন মিক্সচার উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। যার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত ওই দুষ্কৃতী এলাকায় পাখি নামে পরিচিত বলে জানতে পেরেছে পুলিশ। অন্যদিকে বাবলু বিশ্বাস নামক ওই দুষ্কৃতীকে পিস্তল ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
বনগাঁয় পোস্টমাস্টার সহ পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ
বসিরহাট থানার আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে পৃথক দুই জায়গা থেকে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। যা বড়সড় সাফল্য বলে মনে করছে বসিরহাট পুলিশ জেলা। মাদক পাচারকারী সুরজিৎ বিশ্বাস ওরফে পাখিকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। অন্যদিকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বাবলু বিশ্বাসকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।