১২ টি সোনার বিস্কুট সহ পার্কস্ট্রিট থেকে গ্রেফতার পাচারকারী

Arrested-smuggler-from-Park-Street-with-12-gold-biscuits


ঈশিতা সাহা : রবিবার ৬৮ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কোলকাতা এসটিএফ। ধৃত ব্যাক্তির নাম হাফিজুল শেখ। গোপন সূত্রে এদিন এসটিএফের আধিকারিকরা খবর পান সোনা পাচারের বিষয়টি। এরপরই তারা পার্কস্টিট এলাকায় নজরদারি শুরু করেন। তখনই তদন্তকারীদের হাফিজুলের উপর সন্দেহ হয়। সাধারণ যাত্রীদের মতই হাফিজুল এদিন হাতে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তদন্তকারীরা ব্যাগ তল্লাশি করতে চাইলে বিপাকে পড়ে সে। ওই ব্যাগ থেকে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করে এসটিএফের আধিকারিকরা।

দীঘার সমুদ্রে কালো জল, আতঙ্কিত পর্যটকরা

উদ্ধার হওয়া ১২ টি সোনার বিস্কুট এর বাজার দর প্রায় প্রায় ৬৮ লক্ষ টাকা। ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সোনা পাচার হামেসার ঘটনা। চলতি মাসে সীমান্ত থেকে ১১ টি সোনার বিস্কুট সহ গোপাল সরকার নামে এক পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। উদ্ধার করা সোনার বিস্কুটের ওজন ১কেজি ৭০০ গ্রাম। পুলিশের অনুমান, ওই সোনা বাংলাদেশ হয়ে এদেশে ঢুকছে।

বনগাঁ মহকুমা জুড়ে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস

ইতিমধ্যে ধৃত হাফিজুল শেখকে গ্রেফতার করেছে এসটিএফ। পরপর এতগুলো সোনা কোথা থেকে আসছে এবং ঘটনায় স্থানীয় দালাল চক্রের মাথা আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post a Comment

Previous Post Next Post