শ্রমণ দে : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল কিনতে যেন হুমড়ি খেয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। সিপিএলের নতুন মৌসুম শুরুর আগে আইপিএলের তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টটিতে নাম লেখাল পাঞ্জাব কিংস।
প্রবন্ধ : বছরে পাঁচ লক্ষ রোগী ম্যালেরিয়া রোগে মারা যায় কিন্তু করোনার মতো হৈ চৈ নেই
কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন দলটি এবার কিনে নিয়েছে সিপিএলের দল সেইন্ট লুসিয়া জুকসকে। যার ফলে সিপিএলের আসন্ন মৌসুমে তাদের নাম বদলে হয়ে যাচ্ছে সেইন্ট লুসিয়া কিংস। সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
২০২১ সালের আইপিএল শুরুর আগে পাঞ্জাব দলটিকে কিনে নিয়েছিল কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। তখন কিংস এলেভেন পাঞ্জাবের নাম বদলে হয়ে যায় পাঞ্জাব কিংস। সেই ধারাবাহিকতায় সেইন্ট লুসিয়া জুকসও এখন থেকে পরিচিত হবে সেইন্ট লুসিয়া কিংস নামে।
প্রবন্ধ : প্রথম মহাকাশ ভ্রমণে ঘুরে এলেন রিচার্ড ব্রানসন
নতুন নামের পাশাপাশি নতুন লোগোও প্রকাশ করেছে সেইন্ট লুসিয়া কিংস। যেখানে রাখা হয়েছে সেইন্ট লুসিয়ার পতাকার রং। তবে ব্র্যান্ডের নাম, মনোগ্রাম এবং লোগোতে থাকা সিংহের চিহ্নে কোনো বদল আনা হয়নি।
এর আগে সিপিএলের দল কিনেছে আইপিএলের আরও দুই ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় যাওয়ার পর ত্রিনিদাদ এন্ড টোবাগো দলের নাম বদলে হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বার্বাডোজ ট্রাইডেন্টের নাম বদলে বার্বাডোজ রয়্যালস রেখেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস।