সেপ্টেম্বরেই কমতে চলেছে মদের দাম

Alcohol-prices-are-set-to-fall-in-September


রিয়া গিরি : আগামী সেপ্টেম্বর মাস থেকেই কমতে চলেছে মদের দাম। অর্থ দপ্তরের ছাড়পত্র পেলেই নতুন করব্যবস্থা লাগু হতে চলেছে মদের দামে। অর্থ দপ্তরের ছাড়পত্র সেপ্টেম্বরেই নির্ধারিত করা হবে বলে জানিয়েছেন আবগারি দপ্তর। সূত্রের খবর দেশে তৈরি বিলিতি মদের দাম এই পর্বে কমবে। তবে বাড়তে চলেছে দেশি মদের দাম(বাংলা)।

আফগানিস্তান থেকে বনগাঁর বাড়িতে ফিরলেন ৩ জন বাসিন্দা

গতবছর কোভিড পর্বে এপ্রিল এবং নভেম্বরে পরপর দুবার দাম বেড়েছিল মদের। যা এখন কমবে বলে আশ্বাস দিয়েছে আবগারি দপ্তর।রাজ্যে মদের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি হওয়ায় ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। তাই ক্রেতাদের কথা মাথায় রেখেই মদেরএকটি নির্দিষ্ট দাম স্থির করা হবে।এছাড়াও প্রতিবেশী রাজ্য থেকে অপেক্ষাকৃতভাবে কম দামের মদ চোরাপথে ঢুকছিল বাংলায়। তাতে বাংলার অর্থনৈতিক কাঠামোয় কিছুটা ক্ষতি দেখা দিয়েছিল।

ভয়াবহ দুর্ঘটনার কবলে ফুটবল টিম

আবগারি দপ্তর সূত্রের খবর হুইস্কি ও রামের ৭৫০ মিলি লিটারে দাম ১০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। মদের দাম বেড়ে যাওয়ায় ক্রেতার সংখ্যা ধরে রাখতে কিছুটা কষ্ট হচ্ছিল মদ ব্যবসায়ীদের। তাই সে কথা মাথায় রেখে বিদেশি স্কচ হুইস্কি দাম কমবে বলে জানা গিয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এ রাজ্যে বাংলা মদের দাম কমপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি পাবে। ৬০০ মিলি লিটার এর দাম ১০০ থেকে বের হতে পারে ১২০ টাকা।







Post a Comment

Previous Post Next Post