ঈশিতা সাহা : গতকাল ১৯ ই আগষ্ট পরিচালক রঞ্জিত এম তিওয়ারির পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়েছে 'বেল বটম' সিনেমা। অভিনয় করেছেন বলিউড জগতের খিলাড়ি অক্ষয় কুমার। মুক্তি পাবার পর মুহূর্তে নেট জগতে ব্যাপক সাড়া ফেলে ছবিটি।
কাবুল থেকে অপহৃত শতাধিক ভারতীয়, অভিযোগ অস্বীকার তালিবানের
করোনা মহামারির এক প্রকার প্রভাব অভিনয় জগতেও পড়েছে। জুনিয়র আর্টিস্টের সঙ্গে বড় মাপের তারকারাও যার ভাগীদার। ১ বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল বিভিন্ন নামি সিনেমাহল।
#DhoomTara 🎶
— Akshay Kumar (@akshaykumar) August 21, 2021
You've been humming it all this while, watch the official video of the Bellbottom theme now on @saregamaglobal YouTube channel - https://t.co/5lDfJjJNV7@tanishkbagchi @TheZaraKhan @vashubhagnani @vaaniofficial @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani pic.twitter.com/H3r0s91vZC
চলতি বছরে হল খোলার অনুমতি মিললেও শুধু ৫০ শতাংশ ছাড় মিলেছে। তারই মধ্যে ঝুঁকি নিয়ে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার। ইতিমধ্যে সিনেমাটির সাফল্য বলিউড ইন্ডাস্ট্রিতে একপ্রকার সস্তির আশ্বাস এনেছে।
মুক্তির প্রথম দিনেই তিন কোটি টাকার কালেকশন করে ছবিটি। ফলে দর্শকদের থেকে আশানুরূপ প্রতিক্রিয়া পেয়ে খুশি প্রযোজকরাও। সিনেমায় অক্ষয় কুমারের সাথে অভিনয় করতে দেখা গেছে হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুরকে। একটি প্ল্যানের হাইজ্যাক হওয়া আর সেখান থেকে ২১০ জন ভারতীয়কে উদ্ধার করবার থ্রিলার মুভি বেলবোটম। সম্পূর্ণ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে লারা দত্ত অভিনয় বিশেষ নজর কেড়েছে।
'জঙ্গী দেশের মেয়ে' বলে তীব্র মন্তব্যের শিকার হলেন বলিউডের এই নায়িকা
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দিনে বেল বোটমের আয় দারাবে প্রায় ২ কোটি ৫০ লক্ষের কাছাকাছি। ট্রেড এনালিস্টেদের অনুমান, মুক্তির পর চলতি সপ্তাহে 'বেল বটম' সিনেমার মোট আয় দরাবে ১৩ কোটির কাছাকাছি। সিনেমাটির সাফল্যতা নিয়ে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগন।
Dear Akki, I’ve been hearing good reviews of Bell Bottom. Congratulations 🎉 Also, your leap of faith in making it a theatrical release is praiseworthy. With you in this👍🏼@akshaykumar#BellBottom
— Ajay Devgn (@ajaydevgn) August 19, 2021
অন্যদিকে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না ইনস্টাগ্রামে পোষ্ট করে লিখেছেন, "মাস্ট ওয়াচ"। অক্ষয়ের এই সিনমার মধ্যে দিয়ে ফের বলিউডের চাকা সচল হবে বলে আশা করছে ইন্ডাস্ট্রি।