চেয়ারম্যানের পর এবার বনগাঁ শহর তৃণমূল সভাপতি পদ থেকে সরানো হল শংকর আঢ্য কে

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

সার্বভৌম সমাচার : তৃনমূলের রদবদল। সোমবার জেলার সভাপতি বদল থেকে শুরু করে বনগাঁ শহর সভাপতি পদের রদবদল করা হয়েছে। বনগাঁ পৌরসভার পৌর প্রধানের পদের পর এবার বনগাঁ শহর তৃণমূল সভাপতি পদ থেকে সরানো হল শংকর আঢ্য কে। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন বর্ষিয়ান রাজনৈতিক দিলীপ দাস। বিদায়ী সভাপতি শঙ্কর আঢ্য নতুন সভাপতির নাম ঘোষনার পরই নতুন সভাপতি দিলীপ দাসকে ফোন করে অভিনন্দন জানান। দিলীপ বাবু জানান, "মান অভিমান ভুলে সবাইকে একসঙ্গে দলের হয়ে কাজ করতে হবে। সামনেই পুর নির্বাচন। গত নির্বাচনগুলিতে বনগাঁ শহর অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই হারানো জমি পুণ:‌রুদ্ধারই এখন প্রধান লক্ষ্য।" 

পিছিয়ে পড়া শিশুদের পাশে এসে দাঁড়ালো বনগাঁর পড়ুয়ারা

এছাড়াও বনগাঁ শহরের পাশাপাশি বদল হয়েছে ব্লক স্তরেও। নীলদর্পণ ব্লকের নতুন সভাপতি হয়েছেন কালীপদ মন্ডল। গাইঘাটা পূর্ব, গাইঘাটা উত্তর, গাইঘাটা দক্ষীন, গাইঘাটা ২, গোপালনগর ১ ও ২ এবং বাগদা পূর্বের সভাপতির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শ্যামল সরকার, বিপ্লব দাস, তাপস ঘোষ, শ্যামল বিশ্বাস, সৌমেন দত্ত ও নিশিথ বালা এবং পরিতোষ সাহা। সর্বপরি নতুন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যানের দায়িত্ব এখন থেকে সামলাবেন‌ যথাক্রমে আলোরাণী সরকার এবং শঙ্কর দত্ত।

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city

After-the-chairman-this-time-Shankar-Addhya-was-removed-from-the-post-of-Trinamool-president-of-Bangaon-city


Post a Comment

Previous Post Next Post