রিয়া গিরি : তালিবানদের আফগান দখলের পর থেকেই উৎকণ্ঠায় দিন কাটছেন আফগান নাগরিকরা।তালিবানি শাসন থেকে বাঁচতে আফগানিস্তানের একটা বড় অংশই দেশ থেকে পালাতে চাইছেন। ফলে নিত্যদিন কাবুল বিমানবন্দরে ঢোকার জন্য হুড়োহুড়ি লেগেই আছে। মার্কিন বায়ুসেনার C 17 বিমানে আফগানিস্তানের নাগরিকদের উদ্ধার করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই বিমানে সন্তান প্রসব করলেন এক আফগান মহিলা।
ভয়াবহ দুর্ঘটনার কবলে ফুটবল টিম; মৃত্যু হয়েছে ৩ জনের গুরুতর আহত ১৪জন
অনেকেরই মন্তব্য যে আফগানিস্তানের এই অবস্থার জন্য আমেরিকায় দায়ী। তার মাঝে আফগানিস্তানের নাগরিকদের উদ্ধারের কাজে হাত বাড়াতে এগিয়ে এসেছে আমেরিকার সৈন্যরা। সূত্রের খবর,আফগানিস্তান থেকে উদ্ধার করে অন্যান্যদের সঙ্গে ওই মহিলাকে জার্মানির রামস্টেইনিয়ায় নিয়ে আসা হচ্ছিল।
অবৈধ বৈদেশিক মুদ্রা, ট্রাকসহ পেট্রাপোল সীমান্তে আটক ২
মাঝ আকাশেই মহিলার প্রসবের বেদনা ওঠে এবং বিষয়টি জানতে পেরে বিমানের উচ্চতা অনেকটা কমিয়ে দেন। মাঝ আকাশে সন্তান প্রসবের পর মহিলাকে বিমানবন্দরে অবতরণ করে মার্কিন চিকিৎসকদের দেখভালে পাঠানো হয়। তাদের তত্ত্বাবধানেই বিমানের কার্গো বে তেই এক শিশু কন্যার জন্ম দেন আফগান মহিলা। তারপর শিশুসহ আফগান মহিলাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবৈধ বৈদেশিক মুদ্রা, ট্রাকসহ পেট্রাপোল সীমান্তে আটক ২
পাশাপাশি আফগানিস্তানে তালিবানরা নতুন ফতোয়া জারি করেছে সব ক্ষেত্রেই। বিশেষত মহিলাদের অধিকার নিয়ে তাদের করা ফতোয়া কোনমতেই স্বীকার করে নিতে পারছেন না আফগান মহিলারা। কাবুল বিমানবন্দরে ও ঘটনা চিন্তাজনক। কাবুল বিমানবন্দরে একে একে করে ভিড় জমাচ্ছেন আফগানিস্থানের নাগরিকরা। কারণ আফগানিস্তান থেকে অসহায় মানুষকে উদ্ধার করে জার্মানির এই বেসে নিয়ে আসছে মার্কিন সেনারা।