ঈশিতা সাহা : গৃহ শিক্ষিকা অবশেষে চুরি বিদ্যায় ধরা পড়লেন। ছাত্রীকে বাড়িতে পড়াতে এসে দিনের পর দিন এক এক করে গয়না ও টাকা চুরি করে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস আত্মসাৎ করেন ওই মহিলা। চক্ষুসড়ক ঘটনাটি ব্যারাকপুর জেলার বিষ্ণুপুরে।
এবার মহিলা কামরায় উঠলেই গ্রেপ্তার
জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম প্রার্থনা কোলে। মূলত পরশুরার বাসিন্দা তিনি। বছর খানেক আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে চাকরি পান। সেই সূত্রেই গৃহ শিক্ষিকা হিসেবে মাস দুয়েক আগে থেকে শাঁখারীবাজারে একটি ছাত্রীকে টিউশন পড়ানোর শুরু করেন। কিন্তু ছাত্রীর বাড়িতে পড়ানোর সময় থেকে একটু একটু করে উধাও হচ্ছিল টাকা। বিষয়টি প্রথমে আন্দাজ না করলেও, গয়না চুরির পর থেকে বিষয়টি নজরে আসে ছাত্রীর পরিবারের। আর কেউ নয়, গৃহ শিক্ষিকাই যে শিক্ষা দিতে এসে এরকম অপমানজনক কাজে যুক্ত হবেন তা বুঝতে পারেননি পরিবারের লোক।
দীর্ঘ ৫ বছর ধরে ট্রেন চালাচ্ছেন দুই ভুয়ো চালক
অবশেষে বিষয়টি প্রকাশ্যে আস্তে পুলিশের কাছে অভিযোগ জানান তারা। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রার্থনাকে গ্রেফতার করেন। জানা যায়, নানা অজুহাতে প্রার্থনা ওই ছাত্রীকে ঘরের বাইরে পাঠিয়ে দিতেন। তারপর ধীরে ধীরে টাকা ও গয়না সহ মোট ১ লক্ষ্য ৩৯ হাজার টাকা চুরি করেন।