এ.টি.এম. এ টাকা না থাকলে, ব্যাংক থেকে জরিমানা নেবে RBI

ATM-If-there-is-no-money-the-RBI-will-take-a-fine-from-the-bank

রিয়া গিরি : খুব শীঘ্রই এ.টি.এম. এ টাকা না থাকার সমস্যার সমাধান করতে চলেছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক।  RBI এর নয়া ঘোষণায় জানা গিয়েছে, এবার থেকে এটিএম এ টাকা না থাকলে বা কম টাকা থাকলে, তার দায় পড়বে ব্যাঙ্কগুলির উপর। এ.টি.এম.  পিছু বড় অঙ্কের জরিমানা করতে পারে RBI। এ.টি.এম. গুলির ক্ষেত্রে টাকা না থাকলে দেশের সাধারণ নাগরিকদের  অনেক সময় প্রবল সমস্যা তৈরি করে থাকে,যা ব্যাংক কর্তৃপক্ষের নজর দেওয়া অত্যন্ত জরুরী।

ইছামতী নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

এ.টি.এম. এর করুণ অবস্থা হলে, সাধারণ মানুষকে যে দুর্ভোগের মধ্যে যেতে হয়। তাই এবার  শেষ করাই উদ্দেশ্য হবে ব্যাংকের।সাধারণত এ.টি.এম. এর ব্যবস্থা ও টাকা সংক্রান্ত ক্ষেত্রে সঠিক নিয়ম ধার্য করার উদ্দেশ্যে তৈরি করতে এই পদক্ষেপ গুলি নিয়েছে RBI। RBI এর বক্তব্য, WLOA এর জন্য ক্যাশ অপারেশনের দায়িত্বে থাকা ব্যাংক গুলি, RBI ক্যাশ আউটের জন্য নির্দিষ্ট স্টেটমেন্ট জারি করতে পারবে। 

প্রতি মাসের প্রথম পাঁচ দিনের ভেতর RBI এর কাছে এই স্টেটমেন্ট দাখিল করা যাবে বলে জানিয়েছে ভারতের সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা।জরিমানার ক্ষেত্রে বলা হয়েছে, এ.টি.এম. পিছু ১০,০০০ টাকা করে জরিমানা মূল্য ধার্য করা হবে। মাসে যদি ১০ঘন্টার বেশি কোনো এটিএম এ টাকা না থাকে তবেই ব্যাংকের এ.টি.এম. পিছু জরিমানার ওই মূল্য ধার্য করা হবে।







Post a Comment

Previous Post Next Post