অম্লিতা দাস : ভয়াবহ মৃত্যুর নজির পশ্চিম মেদিনীপুর। গড়বেতা অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ল এক ফুটবল টিম। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর সাথে সাথে ১৪জন জখম হয়েছেন। গড়বেতা থেকে উত্তর বিল যাওয়ার পথেই এই ঘটনাটি ঘটে।
অবৈধ বৈদেশিক মুদ্রা, ট্রাকসহ পেট্রাপোল সীমান্তে আটক ২
সূত্রের খবর, দেওয়ানি গ্রাম থেকে বাঁকুড়ায় খেলতে যাচ্ছিল এক ফুটবল টিম। তারই ২০ জন সদস্য ছিল ম্যাটাডোরে। বাঁকুড়ার বাগডোব গ্রামে পৌঁছানোর আগেই দুপুরবেলা সন্ধিপূর খালের ওপর দিয়ে যাওয়ার সময় উল্টে যায় গাড়ি। পুলে বাঁক নিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান ও গাড়ি উল্টে পরে নয়ানজুলিতে। সেখানেই মৃত্যু হয় তিনজনের। ১৪জন আহত হয়ে আছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৬ জন এবং বিষ্ণুপুর হাসপাতালে ৮ জনকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে।
বনগাঁ শহর জুড়ে সারম্বরে উদযাপিত হল রাখি বন্ধন উৎসব
বিধায়ক উত্তরা সিং হাজরা আহতদের দেখতে হাসপাতালে যান। পুলিশ সূত্রে খবর, গাড়ির গতি তুলনামূলক বেশি ছিল, তাই দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা জড় হয়। উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ ও হাজির হয়।