রিয়া গিরি : কলকাতা হাইকোর্টে একটি পিটিশন জমা হয়েছে যা খুবই অদ্ভুত। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের এক মামলার ওপর ভিত্তি করে পিটিশনটি জমা হয়। মামলা অনুযায়ী গুরুলিয়ার সমর চৌধুরী এবং তার দুই ছেলে ঈশ্বর এবং প্রদীপ চৌধুরী এক ব্যক্তি কে হত্যা করে। এই মামলায় তাদের ৫ বছরের কারাদণ্ড হয়েছিল।
খেলা হবে দিবসে ফুটবল পায়ে দিলীপ ঘোষ, দেখুন ভিডিও
এরপর তারা নিম্ন আদালতের সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেন ফলে তাদের শাস্তি স্থগিত রাখা হয় কিছুদিনের জন্য। কিন্তু আসামিদের সাজা হওয়ার আগেই প্রদীপ ও সমর চৌধুরী মারা যায়। প্রতারিত ব্যক্তির স্বজনরা আদালতের কাছে দাবি করেন যমরাজ যেন মৃত আসামিদের আবার জীবিত করে দেয় এবং পৃথিবীতে পাঠায়। যাতে তারা নিজেদের শাস্তি সম্পূর্ণ করতে পারে। যদিও এই দাবি ভিত্তিহীন। কিন্তু কলকাতা হাইকোর্টে একটি পিটিশন জমা হয়েছে মামলাটির বিরুদ্ধে।