ঈশিতা সাহা : মাসখানেক আগেই রাজ্য সরকারকে হুমকি দেওয়া কেএলও জঙ্গী সংগঠনের চিফ জীবন সিংহের একটি ভিডিও ভাইরাল হয়। মূলত এই কারণেই ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই ভারত- ভুটান সীমান্তে ২৪ ঘন্টা কড়া নজরদারির জারি করল আলিপুরদুয়ার জেলা পুলিশ ও প্রশাসন। পাশাপাশি শুক্রবার থেকে অসম- বাংলা সীমান্তেও চালানো হয়েছে নাকা চেকিং। এদিন অসম- বাংলা সীমান্ত পাকরিগুরি জাতীয় সড়ক ও অসম সীমান্ত সংকশ রেল সেতু ও জাতীয় সড়কে চলাচলকারী সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হয়।
CRPF-বাহিনীতে আড়াই হাজার পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন
শনিবার অসম- বাংলা সীমান্ত ও ভারত -ভুটান সীমান্তে ড্রোন উড়িয়ে যৌথভাবে নজরদারি চালিয়েছে এএসবি ও পুলিশ। পাশাপাশি স্নিফার ডগ দিয়েও কড়া তল্লাশি চালায় আলিপুরদুয়ার জেলা পুলিশ। কেন্দ্র ও রাজ্য গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে অসম-বাংলা সীমানায় নাশকতার জাল পেতেছে জঙ্গিগোষ্ঠীগুলো। খবরটি পেতেই আলিপুরদুয়ারে পুলিশ প্রশাসন করা নিরাপত্তা ব্যবস্থা করেছে। অন্তরাজ্য সীমানা পাশাপাশি অন্তর্দেশীয় সীমান্তে জারি করা হয়েছে নজরদারি।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন,"আমরা সব ধরনের খবর গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমরা সব রকম সম্ভাবনাকে মাথায় রেখে তল্লাশি চালাচ্ছে।" তিনি আরও জানিয়েছেন, জেলা জুড়ে প্রায় ১০০ টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে।
দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করেন? জেনে নিন কি বিপদ নেমে আসতে পারে আপনার জীবনে
এদিকে ১৫ আগস্টের নাশকতা এড়াতে কোচবিহার জেলার ৫৫০ কিলোমিটারের এর আন্তর্জাতিক বাংলাদেশ বর্ডারে নিয়োগ করা হয়েছে বিএসএফের একাধিক ব্যাটালিয়ন। জেলার একাধিক গুরুত্বপূর্ণ বিল্ডিং এর উপর এবং দুর্গম এলাকা গুলোতে চলছে ড্রোনে চলছে নজরদারি। অন্যদিকে প্রতিবেশী দেশ ভুটানের দুর্গম পাহাড়ি পথ ও জঙ্গলের পথ ধরে জঙ্গি সংগঠন এ রাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য কেন্দ্রীয় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি চালাচ্ছে।
জেলাশাসকের উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ২৪ ঘন্টা নজরদারি চলছে। যদিও সীমান্ত রক্ষার কাজ পুলিশ প্রশাসনের নয়, তবুও যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি না থাকে সেজন্যে সকলে একজোট হয়ে কাজ করছে। তবে আলিপুরদুয়ার স্ট্রাটেজিক লোকেশন -এর কারণে এখানে চূড়ান্ত নজরদারি চলছে বলে তারা জানিয়েছেন।