৫ টাকার পাঠশালা

5-rupees-school


রিয়া গিরি, দক্ষিণ ২৪ পরগণা : করোনা মহামারী কালে যখন বিদ্যালয়গুলিতে তালা ঝুলছে, সাহায্যের হাত বাড়িয়ে দিল ডায়মন্ডহারবারের একদল স্বেচ্ছাসেবী কমিটি। মূলত শিক্ষাদানই এই স্বেচ্ছাসেবীর মূল লক্ষ্য। বাড়িতে ফোনের মধ্যে মুখ গুঁজে বসে থাকা পড়ুয়াদের একটু অন্যরকমভাবে শিক্ষাদান করতেই তারা এগিয়ে আসে। তাছাড়াও গরীব দুঃস্থ পরিবারের পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা এই পাঠশালা খোলেন।  তাদের এই কাজে মুগ্ধ সবাই। মূলত ৫ টাকার বিনিময়েই শিক্ষাদান করে তারা।

বনগাঁয় ট্রাক চালকদের অবস্থান বিক্ষোভ

৫ টাকার বিনিময়ে একটা সম্পূর্ণ পাঠশালা গড়ে তুলে দেখালো ডায়মন্ডহারবারের একদল স্বেচ্ছাসেবী সংগঠন। খেলাধুলার পাশাপাশি আঁকা, গান এই বিষয়গুলির দিকেও নজর রেখেছে তারা। এই পাঠশালা শিশুদের ভবিষ্যতের ভিত শক্ত করতে এগিয়ে আসে । পাঠশালাতে কেউ কেউ আঁকছে, কেউবা উচ্চস্বরে পড়ছে। সব মিলিয়ে করোনাকালে এই পাঁচ টাকার পাঠশালা সাহায্য করছে খেটে খাওয়া মানুষদের। সকলের পক্ষে স্মার্ট ফোন হাতে নিয়ে পড়াশোনা করা সহজ হয়ে উঠছে না। বাড়িতে কারোর কোন স্মার্ট ফোন নেই, তা বলে পড়াশুনাতে আটকে নেই তারা। ৫ টাকার পাঠশালাতে দিব্যি পড়ছেন শিশুরা।

তোলপাড় নেট দুনিয়ায়! আগস্ট মাস জুড়ে সম্পূর্ণ লকডাউন?

সোশ্যাল ডিসটেন্স মেনে, করোনা বিধি মাথায় রেখে উপস্থিত হন শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের করোনা বিধি মেনে চলার নির্দেশ,  করোনার বিধি নিষেধ সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষক শিক্ষিকারা বলেন ইংরেজিতে কাঁচা পড়ুয়াদের গ্রামার সেখানো থেকে শুরু করে, তারা প্রতিটি বিষয়ে যাতে সঠিক জ্ঞান লাভ করে, তার দিকে নজর রেখেছেন তারা। ভবিষ্যতের কথা মাথায় রেখে, স্বেচ্ছাসেবী সংগঠনের পাঠশালাতে হাসিমুখে উপস্থিত হন পড়ুয়ারা।

Post a Comment

Previous Post Next Post