রিয়া গিরি : আফগানিস্তান দখলের পর তালিবানদের অত্যাচার থেকে বাঁচতে কাবুল বিমানবন্দরে ঠাঁই নিয়েছে ভারতীয় সহ আফগান নাগরিকরা। দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে ভারতে ফিরিয়ে আনতে জোর কদমে লেগে পড়েছে ভারত সরকার। গতকাল আফগানিস্তান থেকে বাড়িতে ফিরলেন তিন জন বাঙালি যুবক। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাড়িতে ফেরেন রঘুনাথ পুরের বাসিন্দা প্রবির সরকার ও শংকরপুর গ্রামের বিদ্যুৎ বিশ্বাস ও পলাশ সরকার।তারা তিন জনেই কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার ক্যাটারিং এর কাজ করতেন। বাড়িতে ফিরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন তারা।
ফিট থাকতে ব্ল্যাক ওয়াটার পান করেন বিরাট! এক লিটারের দাম কত জানেন?
আফগানিস্তান থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেশে ফিরছেন। ভারতীয়দের পাশাপাশি বহু আফগান বাসিন্দারাও এসেছেন ভারতে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে আটকে থাকা ভারতীয়দেরকে দেশে ফেরানোর ব্যবস্থা শুরু হয়েছে। ঠিক সেই ভাবেই বাংলায় ফিরেছেন বনগাঁর চারজন বাসিন্দা। যারা কর্মসূত্রে আফগানিস্থানে থাকতেন। বিদ্যুৎ পলাশ ও পবির সরকার এর মতই বাংলায় ফিরেছেন তমাল ভট্টাচার্য ও সুরজিৎ মুখোপাধ্যায়। রবিবার রাতে তারা আফগানিস্তান থেকে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছায়। সূত্রের খবর করোনা পরীক্ষা করার পরেই তাদের দেশে ফিরিয়ে আনেন ভারত সরকারের বিদেশমন্ত্রক।
ফের গুলির শব্দে গর্জে উঠল বেহালা
উত্তর ২৪ পরগনায় গোপালনগরের বাড়িতে ফিরে আসার কথা বিদ্যুৎ ও পলাশের কখনো পূরণ হবে ভাবতেও পারেনি। দীর্ঘদিন ধরে কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার ক্যাটারিং এর কাজ করতেন তারা। বনগাঁয় পরিবার-পরিজনদের সাথে দেখা করতে পেরে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।